পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

সোমবার, ১৭ জুন, ২০১৯

স্টার ডেল্টা কেনো করা হয়

💥আশা করি  নতুনদের উপকারে আসবে💥

"স্টার টু ডেল্টা" কানেকশন কেন করা হয়???

উঃএকটু পরে দেই।

তার আগে একটু ব্যাসিক নিয়ে আলোচনা করি।

লেখায় ভূল হলে নগদ সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ রইলো।

ব্যাসিক ১:
আমরা জানি কোন পরিবাহির মধ্যো দিয়ে ইলেকট্রোন/কারেন্ট প্রবাহিত হলে উক্ত পরিবাহির ধর্মের কারনে পরিবাহিটি গরম হবে।
তাই  যদি কোন পরিবাহির মধ্যো দিয়ে উক্ত পরিবাহির নির্ধারিত প্ররিবহন ক্ষমতার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করা হয় তবে উক্ত পরিবাহিটি অনেক বেশি হিট উৎপাদন করার সক্ষমতার কারনে পরিবাহির ইন্সুলেশন পুরে যায়।

ব্যাসিক ২:আমরা জানি কোন স্থির বস্তুকে স্থানচুত্ত করার জন্য অনেক বেশি শক্তি বা বলের প্রয়োজন হয়।

ব্যাসিক ৩:

আমরা জানি স্টার সংযোগ অপেক্ষা ডেল্টা সংযোগে রুট থ্রিগুন কারেন্ট বেশি প্রবাহিত হয়।

উপরের লেখা যদি সঠিক হয় তবে ৩টি প্রশ্নের উত্তর দিন

💥১:মটরের কয়েল পুরে যাওয়ার কারন কি???

উঃ মটরের কয়েলের মধ্যো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে।

💥২:মটরের স্টার্টিং কারেন্ট কম নাকি বেশি???

উঃ বেশি।

💥৩মটরের স্টার্টিং কারেন্ট কি পরিমাণ বেশি?

উঃ নরমাল কারেন্টের থেকে প্রায় ৫ থেকে ৭ গুন বেশি কারেন্ট নিয়ে মটর স্টাট হয়।

💥এবার মূল প্রশ্নের উ:-

মটরের স্টাটিং কারেন্ট কমানোর জন্য স্টার টু ডেল্টা কানেকশন করা হয়।

স্টার্টিং কারেন্ট কমাতে হবে কেন???

স্টার্টিং কারেন্ট কমাতে পারলেই মটর পুরে যার হাত থেকে রক্ষা পাবে  এজন্যই মূলত উপরের সমস্ত লেখাটা আপনি পড়েছেন

ধন্যবাদ।

ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এবং একটি ফ্রি ক্লাস করুন

Ourse Facebook-https://www.facebook.com/UniqueAutomationTechnology/
Ourse Youtube-https://www.youtube.com/channel/UC7Zo71mase1fR3fsh9uKQWw
Thanking You,

আমাদের ঠিকানা:
ইউনিক অটোমেশন টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি সংলগ্ন ,খাগান বাজার, সাভার
01714345655

কোন মন্তব্য নেই: