পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শনিবার, ১৫ জুন, ২০১৯

সাবস্টেসন এলাকয় পাথর ব্যবাহার করা হয় কেন?

কখনো কি ভেবেছেন,  sub-station এলাকায় পাথর কেন??
বালু, মাটি থাকতে এত টাকা খরচ করে পাথর কেন বিছাতে হবে??

কারণ:
- সাবস্টেশনে ব্যবহার করা হয় হাই রেটিং এর পাওয়ার ট্রান্সফর্মার, প্রায় কয়েক এমভিএ এর উপরে থেকে কয়েকশ এমভিএ পর্যন্ত,যেগুলো কুলিং করার জন্যে এবং ইন্সুলেশনের জন্যে ব্যবহার করা হয় তেল(পাইরানল ওয়েল)।  মাঝে মাঝে কিছুদিন পর-পর তেল পরিবর্তনের সময় কিছু তেল চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে, যেকোনোভাবে তাতে আগুন লেগে গেলে সাবস্টেশন পুড়ে ছাই হতে বেশি সময় লাগবে না, তাই পাথর ব্যবহার করা হয় যাতে তেল চুইয়ে চুইয়ে বেশীদূর যেতে না পারে।

- সাবস্টেশনে কর্মপরিবেশের উন্নতি ঘটায়

- বিভিন্ন ধরনের পোকামাকড়ের যেমন: টিকটিকি, গিরগিটী, ইঁদুর, সাপ ইত্যাদির অবাধ অনুপ্রবেশ এ বাধা দেয়।কারণ পাথরে চলাচল করা কষ্টসাধ্য।

- পানি বিদ্যুৎ পরিবাহী, তাই সাবস্টেশনের সাথে পানির সারফেস লেয়ার এর সংযোগ ব্যাহত করতে পাথর ব্যবহার করা হয় ফলে রেজিস্টেন্স অনেক পরিমানে বেড়ে গিয়ে কন্ডাক্টিভিটি কমিয়ে আনে।

- পাথরে ঘাস জন্মাতে পারে না, ফলে ট্রান্সমিশন লাইনে আর্দ্রতা সৃষ্টি হতে পারে না, ফলস্বরুপ লিকেজ কারেন্টের পরিমাণ বিপদজনক আকার ধারণ করতে পারে না। ছোটছোট গাছপালা জন্মাতে পারে না, ফলে পরিষ্কার থাকে।

- ট্রান্সফর্মারের রেডিয়েটর থেকে বের হওয়া উত্তাপ দ্রুত প্রশমিত করার জন্য, যেহেতু পাথর খুব দ্রুত হিট অ্যাবজর্ব করতে পারে।

- পানির জমাট বাধা ও কর্দমাক্ত পরিবেশের চান্স কমিয়ে আনে,ফলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

- টাওয়ার ফুটিং রেজিস্টেন্স বাড়াতে সাহায্য  করে, মানে হল এর ফলে টাওয়ারের মেটাল পার্টসের ও গ্রাউন্ড রেজিস্টেন্সের সমষ্টি বেড়ে যায়, ফলে কারেন্ট প্রবাহের মান কমে যায়।

-ভারবহন ক্ষমতা অনেক বেশী

- টাচ এন্ড স্টেপ পটেনশিয়াল এর মান কমাতে সাহায্য করে যখন অপারেটর রা কাজ করে।

কোন মন্তব্য নেই: