পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

3 phase লানে রোট 3 গুন কনো করা হয়।

৯:০৪ AM 0 Comments

আমরা three phase connection এ লাইন ভোল্টেজ বের করার জন্য ফেইজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করে থাকি। কেন 3 x 220 না??? এটা আজ প্রমাণ করে দেখাব।

নিচের স্টার কানেকশনটিতে লক্ষ্য করলে দেখা যাবে, ফেইজ ভোল্টেজ গুলো যথাক্রমে Van, Vbn, Vcn। এখানে n হল তিন ফেইজের কমন টার্মিনাল বা নিউট্রাল পয়েন্ট।

আর লাইন ভোল্টেজ গুলো হচ্ছে Vab, Vbc, Vca

তাইলে Vab = √3 x Vphase প্রমাণ করাটাই যথেষ্ট হবে।

চিত্র থেকে বুঝাই যাচ্ছে, প্রতিটি ফেইজ লাইনের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রী।

তাইলে Van লাইনটি তার নিজের সাথে 0 ডিগ্রী কোণ উৎপন্ন করে।

তাই, Van = Vp < 0

Vbn লাইন Van লাইনের সাথে -120 degree উৎপন্ন করেছে।

তাই Vbn = Vp < -120

অনুরুপভাবে, Vcn = Vp < -240 or Vp < +120

এখন, আমাদের উদ্দেশ্য হল Vab বের করা।

২য় চিত্রে দেখা যাচ্ছে,

আমি Vbn কে বর্ধিত করে একটি রম্বস একেছি। এখন রম্বসটির কর্ণ ই মূলত Vab কে নির্দেশ করে।

ভেক্টোর যোগের ত্রিভুজবিধি অনুসারে,

Vab = Van + Vnb

= Van - Vbn

=  Vp<0 - Vp<-120

= Vp + 0.5Vp + j √3/2 Vp  [ পোলার ফর্মেট থেকে কার্তেসীয় ফর্মেটে রুপান্তর করে ]

= Vp (1 + 0.5 + j √3/2) = √3Vp <30

অর্থাৎ

১) লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর √3 গুণ

২) আর লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর সহিত ৩০ ডিগ্রী লিডিং এ থাকে।

কারেন্ট আগে না ভোল্টেজ আগে?

৯:০২ AM 0 Comments

আগে পরে, একি সাথে এটা আসলে লোডের উপর ডিপেন্ড করে।

যদি রেজিস্টিভ লোড হয় তাইলে এক সাথে থাকে (phase difference 0)

যদি ইন্ডাকটিভ লোড হয় তাইলে ভোল্টেজ কারেন্টের আগে থাকে। (ভোল্টেজ ৯০ ডিগ্রী লিডিং)

আর ক্যাপাসিটিভ লোডে কারেন্ট ভোল্টেজের আগে থাকে (কারেন্ট ৯০ ডিগ্রী লিডিং এ)

একদিন সময় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার ট্রাই করব জিনিসগুলো

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

Phase Failure Relay আলোচনা।

৮:২৭ AM 0 Comments

Phase Failure Relay একটি phase-voltage-balance monitoring ডিভাইস। এই ডিভাইস এর মাধ্যমে থ্রি-ফেজ এর একটি ফেজ মিস করলে অথবা তিন ফেজ এর মাঝে একটি ফেজ unbalance (চিত্রে % asm নব এ আপনি যত সেট করবেন তত % কম বেশি,যদি ১০% সেট করেন তাহলে ১০% ভোল্টেজ কম বেশি   ) হলে একটি আউটপুট পাওয়া যাবে। কত সময় পরে আউটপুট টি পাবেন তা t(s ) এই নব এর মাধ্যমে সেট করতে পারবেন।
চিত্রে L1,L2,L3 তে তিনটি ফেজ দিতে হবে। 1,2,3 এর মাঝে 1 এ common, 2এ NC এবং, 3 এ NO. যদি আপনি মটোর কন্ট্রোল করতে চান, আপনার magnetic conductor এর কয়েল ভোল্টেজ ২২০ ভোল্ট হয় তাহলে
1 এ common এ ২২০ ভোল্ট দিন এবং 3 এর NC হয়ে conductor এর কয়েল এ কানেকশন দিন।যখন কোন ফেজ মিস করবে অথবা ব্যালেন্স হারাবে তখন NC টা NO হয়ে যাবে এবং আপনার কন্ডাকটর এর কয়েল এ সাপ্লাই বন্ধ হয়ে যাবে।
এছাড়া আপনি আপনার প্রয়োজন অনুসারে সার্কিট টি সাজিয়ে নিতে পারেন।ফেজ ফেইলর রিলের গায়ে ও সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে। আমি শুধু বেসিক টা বলে দিলাম। ধন্যবাদ।

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

star Delta তে magnetic contactor সিলেক্ট করা।

১০:২৯ AM 0 Comments

Star Deltaতে কিভাবে Magnetic Contactor সিলেক্ট
করব?
(শুধুমাত্র star delta-র জন্য প্রযোজ্য)

উত্তরঃ
আমরা জানি, পাওয়ারের সূত্রটি P=1.7321×V×I×cos(theta)

তাহলে আপনি এই সূত্র থেকেই বের করুন আপনার মটর কত এম্পিয়ার নিতে পারে। আবার চাইলে নেম প্লেট থেকেও দেখে নিতে পারেন। তবে মটর হাতে না থাকলে সূত্রটাই ভরসা।

যেমন, 37kw মটরের ক্ষেত্রে:
I=37000/(1.7321×380×0.80)
I=70 Amps
এখানে ভোল্টজ 380 এবং pf .8 ধরা হয়েছে কারণ যেকোন সময়ে যেকোনটা ফল করতে পারে।
তো যাই হোক মোট 70 amps নিতে পারে( প্রাকটিক্যালি হয়ত মটরটি ম্যাক্সিমাম 60amps নিতে পারে)
70 কে এবার 1.7321 দিয়ে ভাগ করে 1.5 দিয়ে গুন করে ম্যাগনেটিক কন্টাক্টর সিলেক্ট করবেন।
অর্থাত, (70/1.7321)×1.5=60Amps.

এখানে, 1.7321 দিয়ে ভাগ করার কারণ: যখন মোটরটি ডেল্টাতে চলবে তখন কারেন্ট প্রায় দুভাগে বিভক্ত হবে। আর 1.5 দিয়ে গুন করার কারন maximum যে Amp নিতে পারে তার সাথে সেফটি ফ্যাক্টর গুন করা হল। সেইফটি ফ্যাক্টর অনেকে কিছুটা কমও ধরতে পারেন ভোল্টজ এবং pf যদি ঠিক থাকে। এছাড়া ছোট মোটরগুলোতেও কিছুটা কম ধরা যায়।

এক্ষেত্রে খেয়াল রাখবেন, অনেকে কিন্তু Magnetic Contactor এর Ith Amp এবং Rated Amp গুলিয়ে ফেলেন। Ith Apm নরমালি Rated Amp থেকে অনেক বেশি হবে। আর আমরা এতক্ষণ যে calculation করলাম সেটি Rated Amps এর।

বি,দ্রঃ কারো কোন সাজেশন থাকলে জানাবেন please. পরবর্তিতে update করে দেব।

**** যদি শুধু Star অথবা শুধু Delta connected motor হয় তবে মটরের রেটেড amps এর সাথে 1.5 দিয়ে multiply করে Magnetic Contactor সিলেক্ট করতে হবে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

RMS Value বলেত কি বুঝায়

১১:২৬ PM 1 Comments

RMS Value বলতে আসলে কি বুঝি:

ধরি, ১নং চিত্রের মত আমাদের একটি সাধারণ DC Circuit আছে। আমরা সার্কিটটি ২নং চিত্রের মত DC Source এর পরিবর্তে AC Source Apply করতে চাই যেন সার্কিটটি DC Circuit এর মত একই রকম কাজ করে।

এক্ষেত্রে যদি DC Supply Voltage এর মত AC Supply Voltage একই মানের অর্থাৎ Vdc=10v=Vpeak(AC) নেই, দেখা যাবে (৫ নং চিত্র) AC Source, DC Source এর মত পুরো জায়গাটি কভার করতে পারছে না। সুতরাং DC Source এর মত AC Source সমান পরিমান Power সরবরাহ করতে পারছে না।

যদি DC Source Voltage এর (pi/2) গুন AC Peak Voltage supply দেয়া হয় তবে (৬নং চিত্র) AC voltage দ্বারা সম্পূর্ণ DC Voltage এর জায়গাটি কভার করে। আর যখন AC Voltage Signal সম্পূর্ণ ভাবে DC Voltage signal কভার করতে পারে তখন তাকে ঐ DC voltage এর  Average Value of AC signal বলে।

কিন্তু এই অবস্থায় অর্থাৎ 10×(3.1416÷2)=15.7volt দিয়ে সার্কিটটি অন করলে দেখা যাবে DC Voltage এর চেয়ে AC Voltage এর Power Supply বেশি। সুতরাং, যদি DC Power এর সমান Power AC Supply এর মাধ্যমে নিতে চাইলে AC Voltage এর Peak value কিছুটা কমাতে হবে।

সুতরাং AC Voltage এর Peak Value কমিয়ে যখন DC Voltage এর (Root 2=1.4142) গুন করা হয় (৭ নং চিত্র) তখন DC এবং AC উভয় ক্ষেত্রেই সমান পাওয়ার পাওয়া যায়। সুতরাং AC বা Alternating Current এর যে মান Direct Current এর কোন সার্কিটের লোডে সমান পাওয়ার সাপ্লাই দিতে পারে তাকে ঐ DC Voltage এর RMS Value বলে।

অর্থাৎ,

Vavg=(2×Vpeak)÷pi

এবং

Vrms=Vpeak÷root2

RMS value

১১:২৪ PM 0 Comments

RMS Value বলতে আসলে কি বুঝি:

ধরি, ১নং চিত্রের মত আমাদের একটি সাধারণ DC Circuit আছে। আমরা সার্কিটটি ২নং চিত্রের মত DC Source এর পরিবর্তে AC Source Apply করতে চাই যেন সার্কিটটি DC Circuit এর মত একই রকম কাজ করে।

এক্ষেত্রে যদি DC Supply Voltage এর মত AC Supply Voltage একই মানের অর্থাৎ Vdc=10v=Vpeak(AC) নেই, দেখা যাবে (৫ নং চিত্র) AC Source, DC Source এর মত পুরো জায়গাটি কভার করতে পারছে না। সুতরাং DC Source এর মত AC Source সমান পরিমান Power সরবরাহ করতে পারছে না।

যদি DC Source Voltage এর (pi/2) গুন AC Peak Voltage supply দেয়া হয় তবে (৬নং চিত্র) AC voltage দ্বারা সম্পূর্ণ DC Voltage এর জায়গাটি কভার করে। আর যখন AC Voltage Signal সম্পূর্ণ ভাবে DC Voltage signal কভার করতে পারে তখন তাকে ঐ DC voltage এর  Average Value of AC signal বলে।

কিন্তু এই অবস্থায় অর্থাৎ 10×(3.1416÷2)=15.7volt দিয়ে সার্কিটটি অন করলে দেখা যাবে DC Voltage এর চেয়ে AC Voltage এর Power Supply বেশি। সুতরাং, যদি DC Power এর সমান Power AC Supply এর মাধ্যমে নিতে চাইলে AC Voltage এর Peak value কিছুটা কমাতে হবে।

সুতরাং AC Voltage এর Peak Value কমিয়ে যখন DC Voltage এর (Root 2=1.4142) গুন করা হয় (৭ নং চিত্র) তখন DC এবং AC উভয় ক্ষেত্রেই সমান পাওয়ার পাওয়া যায়। সুতরাং AC বা Alternating Current এর যে মান Direct Current এর কোন সার্কিটের লোডে সমান পাওয়ার সাপ্লাই দিতে পারে তাকে ঐ DC Voltage এর RMS Value বলে।

অর্থাৎ,

Vavg=(2×Vpeak)÷pi

এবং

Vrms=Vpeak÷root2

মেগার মিটার নিয়ে আলোচনা

৮:২৮ AM 0 Comments

"মেগার মিটার (Megger)"
মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফরমার ইত্যাদির ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এটাকে একটি হস্ত চালিত জেনারেটরও বলা যায়।
মেগার দুই প্রকারের হয়ে থাকে,,
* হস্তচালিত জেনারেটর টাইপ মেগার ( 500v-1000v)
* ইলেকট্রনিকস টাইপ মেগার ( 500v-1000v)
মেগার বিভিন্ন যন্ত্রণাংশ নিয়ে গঠিত,,
*হস্তচালিত একটি ডিসি জেনারেটর
*কারেন্ট কয়েল
*প্রেসার কয়েল
*কাঁটা
*মেগার স্কেল (মেগা ওহম)
*পজেটিভ এবং নেগেটিভ টার্নিনাল

"মেগারের কাজ"
যার ইনসুলেশন পরিমাপ করতে হবে সেখানে মেগারের টার্মিনাল দুইটি সংযোগ করে মেগারের হাতলটি নির্দিষ্ট আর.পি.এম.( RPM -160) এ ঘুরালে ডিপ্লেকটিং এবং কন্ট্রোলিং কয়েলের মধ্যে প্রয়োজনীয় কারেন্ট প্রবাহিত হবে। যদি পরিমাপাধিন মেশিন অথবা হাউজ ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স অসীম হয়, তাহলে ডিপ্লেকটিং কয়েলের মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হবেনা। কিন্তু কন্ট্রোলিং কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে স্থায়ী চুম্বক বলরেখার প্রতিক্রিয়ার ফলে মেগারের কাটা অসীম নির্দেশ দেখাবে। আবার যখন কোন মেশিন বা হাউজ ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান শূন্য হবে তখন শুধু ডিপ্লকটিং এর কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। ফলে মেগারের কাটা শূন্য দেখাবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান অসীম অথবা শূন্যের মাঝামাঝি হলে ডিপ্লেকটিং কয়েল বা কন্ট্রোলিং কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। এই কয়েলের চুম্বক বলরেখার প্রতিক্রিয়ার ফলে মেগারের কাটা ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান নির্দেশ করবে। এভাবে মেগার তার কাজ সম্পন্ন করে থাকে।

শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

রিলে টাইমার নিয়ে বিস্তারিত আলোচনা

৮:৫১ AM 0 Comments

Device simple but works Big

নবীন প্রকৌশলীরা একটু টেনশন দিন।
আজ থেকে শুরু হয়ে যাক আপনার অটোমেশন স্কিল ডেভেলপমেন্ট।

আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার !

আপনি কি একটি রিলে এবং টাইম এর অপারেশন জানেন ?

যদি জানেন তাহলে Welcome

কখনো কি ভেবেছেন ? এই ডিভাইসগুলো মাধ্যমেই আপনি একটি change over তৈরি করতে পারবেন।

একটি IPS control করতে পারবেন। একটি ফ্যান লাইট আপনার ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন।

রিলে টাইমার ছাড়া অটোমেশন কল্পনা করা যায় না

আর যদি না জানেন তাহলে 200/300/- টাকা ইনভেস্ট করে দুইটা টাইমার ও দুটি রিলে নিয়ে আপনার অটমেশন স্কিল ডেভেলপ করতে পারেন অনায়াসেই।

এটি একটি 8 pin relay  ডায়াগ্রাম,

বুঝানের ক্ষেত্রে সাথে আমি টাইমার লিখে দিয়েছি। 

কারণ 8 pin এর  Relay & Timer এর কাজ একই পার্থক্য শুধু রিলে পাওয়ার দেওয়ার সাথে সাথেই আগে থেকে NO থাকা NO NC হয় এবং NC থাকা NC NO হয়। Common connection এর মাধ্যমে।

আর Timer এর কার্যক্রম একই পার্থক্য শুধু সময়ের। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর  ON হবে অথবা Power দেওয়ার সাথে সাথেই টাইম কাউন্ট করা শুরু করবে।
তার setting অনুযায়ী।

দারুন মজার একটি বিষয়।
তাই না ?

Timer আবার ON delay, Off delay towin Timer ইত্যাদি হয়।

ইউটিউব এ প্রচুর ভিডিও পাবেন এগুলো ফলো করেন।

অথবা একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিন আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনার সুন্দর জীবনের জন্য।

কাজ আপনাকে জানতেই হবে। এর কোনো বিকল্প নেই। যেহেতু আপনি Electrical Man.

সৌজন্যে
EEE Power bridge

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

Difference Between MCB & MCCB

৯:২৪ AM 0 Comments

MCB= Miniatuar circuit breaker.
MCCB= Molded case circuit breaker.
♥♥♥♥
MCB
1,Having trip position.
2,protect system from over current.
3,Normally MCB use for light or low load.
4,tripping current fixt.
MCCB
1,MCCB heavy load.
2,MCCB breaking capacity more then mcb
3,Protect equipment from temperature and fault current.
4,Tripping current adjustable.

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

পাওয়ার ফ্যাক্টর নিয়ে গল্প

৪:৪৭ PM 0 Comments

চোর পুলিশের দৌড়াদৌড়ি এবং পাওয়ার ফ্যাক্টর :
---------------------------------------------------------------------

ভোল্টেজ চোর আর কারেন্ট হল পুলিশ। আর ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ লোডে এই চোর পুলিশের দৌড়াদৌড়ি চলতেই থাকে। শুধুমাত্র রেজিস্টিভ লোডে কারেন্ট (পুলিশ) ভোল্টেজ (চোরকে) ধরতে পারে।

ইন্ডাক্টিভ লোডে পুলিশ (কারেন্ট) চোরের (ভোল্টেজের) অনেক পিছনে থাকে। যেটাকে আপনাদের ইঞ্জিনিয়ারিং এর কঠিন ভাষায় ল্যাগিং বলে। আমি ভাই মূর্খ সুর্খ মানুষ আপনাদের কঠিন ভাষা আমি বুঝিনা। গল্প আর মজা করতে ভালবাসি

আর ক্যাপাসিটিভ লোডে বা ক্যাপাসিটর এ কারেন্ট (পুলিশ) ভোল্টেজ চোরের খুব কাছাকাছি থাকে যারে বলে লিডিং পজিশন।

পুলিশ চোরের যত কাছাকাছি থাকবে তাদের দূরত্ব তত কমে যাবে যেটাকে বলে ফেইজ ডিফারেন্স। কি কঠিন ভাষারে ভাই!!!

এখন পুলিশ যত কাছে যাবে চোরকে ধরার সম্ভাবনা তত বেশি হবে এবং অন্যায় প্রতিরোধ হবে।

একিভাবে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণ এর মান যত কম হবে পাওয়ার ফ্যাক্টর এর মান তত এক এর কাছাকাছি যাইবে। এবং সিস্টেম এ রিয়েক্টিভ এনার্জি (অন্যায়) তত কম হইবে।

কারণ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান। আর এংগেল যত কম হবে কোসাইন মান তত বৃদ্ধি পাবে।

ইন্ড্রাস্ট্রিতে ইন্ডাক্টিভ লোড বেশি হবার দরুণ কারেন্ট(পুলিশ) ভোল্টেজের (চোরের) অনেক পিছনে পড়ে যায়। ফলে কোসাইন মান বেড়ে গিয়ে পাওয়ার ফ্যাক্টর অনেক কমে যায়। এজন্যেই ক্যাপাসিটর এর মেলা বা পিএফআই প্যানেল বসানো হয় যাতে পুলিশ চোরের খুব কাছাকাছি যেতে পারে।

অন্য পোস্টে গল্পের ছলে পিএফআই কানেকশন & অপারেশান নিয়ে বর্ণনা দিব।

বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

জেনারেটরের ac / dc সর্বোচ্চ ভোল্টেজ কত

১০:০২ AM 0 Comments

১। একটি এসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপাদন করা সম্ভব
=৩৩২০০ ভোলট
=৩৩.২ কেভি ভোলট

২। একটি ডিসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন করা যায়
=১৫০০ ভোলট
=১.৫ কেভি ভোলট

৩। টার্বো অলটারনেটরে সর্বদা বেশি থাকে
=গতিবেগ।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

ভাইবা প্রশ্ন

১০:০৮ PM 1 Comments

ইলেকট্রিক ভাইভা মডেল-১

১। প্রঃ টিউব লাইট কত ফুট লম্বা ও কত ওয়াটের হয় ?
উ : ৪ ফুট ৪০ ওয়াট এবং ২ ফুট ২০ ওয়াট সাধারনত।
২। প্রঃ স্টার্টার ছাড়া টিউব লাইট জ্বালানো যায় কি ?
উঃ হ্যা যায়, পুশ বাটন সুইচ ব্যবহার করে অথবা তারে তারে সংযোগ করেই বিচ্ছিন্ন করে দিতে হয়।
৩। প্রঃ টিউব লাইট এক বার জ্বলে আবার পর মুহুর্ত্তেই নিভে এরূপ করতেছে – দোষ কোথয়?
উঃ স্টার্টার খারাপ কাজ করতেছে না।
৪। প্রঃ টিউব লাইটের দুই দিক জ্বলে থাকে পূর্ন ভাবে জ্বলে না – কারন কি ?
উঃ টিউবের ভিতর প্রয়োজনীয় গ্যাস নাই, অথবা প্রয়োজনীয় ভোল্টেজ পাচ্ছেনা, অথবা স্টার্টার সার্কিট ব্রেক করতেছে না অথবা চোক কয়েল দুর্বল হয়েপরেছে।
৫। সুইচ অফ করা সত্বেও হোল্ডারে সাপ্লাই পাত্তয়া যায়।
উ :সুইচ লাইনে ব্যবহার না করে নিউট্রালে ব্যবহার করা হয়েছে।
৬। কলিং বেলের আওয়াজ খুব বেশী কি ভাবে কমাবে ?
উ : কম পাওয়ারের বাতি কলিং বেলের সাথে সিরেজে ব্যবহার করে।
৭। একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি?
উ: (১) ফিল্ডে রেসিডিয়্যাল মেগনেটিজম নেই
(২) জেনারেটর উল্টা ঘুরতেছে
(৩) ফিল্ডের কয়েল ওপেন
(৪) আর্মেচার কয়েল ওপেন
(৫) কার্বন ব্রাসের কম্যুটেটরে সংযোগ নেই।
৮। স্টার্টার মোটরর্স্টাট দেয়া ছারা আর কি কি কাজ করে?
উ: ইহা ওভার লোডে এবং সাপ্লাই চলে গেলে মোটরকে সোর্স হতে আপনা আপনি বিচ্ছিন্ন করে।
৯। একটি ১০ হর্স পাওয়ারের মোটর দ্বারা ১০ হর্স পাওয়ারের জেনারেটর ঘুরিয়ে তাহা হতে ১০ হর্স পাওয়ার জেনারেশন পাওয়া যাবে কি?
উ: না, কারন কখনও ইনপুট আউটপুট সমান হয় না।
১০। ডায়নামো কি ?
উ: ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।
১১। কোন প্রকার ওয়্যাইন্ডিং কখন ব্যবহ্নত হয় ?
উ: ল্যাপ ওয়্যাইন্ডিং বেশী কারেন্টের জন্য এবং ওয়েভ ওয়্যাইন্ডিং বেশী ভোল্টেজের জন্য ব্যবহ্নত হয়।
১২। তিন ফেজ হতে এক ফেজ নেয়া যায় কি ?
উ: হ্যাঁ, যদি স্টার কানেকশন থাকে, তবে একটি লাইন ও নিউট্রালে এক ফেজ সাপ্লাই পাওয়া যায়।
১৩। সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারন কি?
উ: পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না, না হয় ক্যাপাসিটর দুর্বল না হয় বল বিয়ারিং জ্যাম, না হয় কয়েলের ইন্সুলেশন দূর্বল।
১৪। পাখা পূর্ণ বেগে ঘুরা সত্বেও বাতাস পাওয়া যায় না কেন ?
উ: পাখার ব্লেডের বাক কম না হয় পাখার পিছনে প্রয়োজনীয় ফাকা জায়গা নেই।
১৫। পাখা উল্টা ঘুরে গেলে কি ভাবে ঠিক করবে ?
উ: ক্যাপাসিটরের কয়েল কানেকশন বদল করে, আথবা হয় রানিং না হয় র্স্টাটিং কয়েল বদল করে ঠিক করা যায়।
১৬। সিলিং ফ্যানের কোন দিকের বল বিয়ারিং সাধারনতঃ আগে খারাপ হয় ?
উ: উপরের বিয়ারিং খারাপ হয়।
১৭। সিলিং ফ্যান স্টার্ট দেওয়ার সংঙ্গে সংঙ্গে ইহার কানেকটিং রডে খট খট আওয়াজ হয়ে পরে আওয়াজ বন্ধ হয়ে যায় কারন কি ?
উ: ইহার রডে রাবার বুশ নেই।
১৮। কোন মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাই এ চলে ?
উ: ইউনিভার্সাল মোটর (ডিসি সিরিজ মোটর) ।
১৯। তিন ফেজ মোটর উল্টা ঘুরতেছে, কিভাবে ঠিক করবে ?
উ: ইহার যে কোন দুই ফেজের জায়গা বদল করে দিতে হবে।
২০। চলন্ত অবস্থায় তিন ফেজ মোটরেরএক ফেজ চলে গেলেকি হবে ?
উ : যদি লোড বিহীন অবস্থায় থাকে তবে মোটর ঘুরতে থাকবে কিন্তু গরম হয়েযাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডেড অবস্থায় থাকে , তবে মোটরসঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মেইন সুইচ অফ করে দেওয়া না হয়, তবে মোটরজ্বলে যাবে
২১। তিন ফেজ ২০ ঘোড়া মোটরের জন্য ক্রয়কৃত স্টার ডেল্টা স্টার্টার ১০ ঘোড়া তিন ফেজ মোটরের ব্যবহার করা যাবে কি ?
উ : হ্যাঁ, যাবে তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে।
২২। স্টার ডেল্টা স্টার্টারের ম্যাগনেটিক কয়েল কত ভোল্টেজ সাপ্লাই পায় ?
উ : সরাসরি ৪০০ ভোল্টসাপ্লাই পায়। (লাইন টু লাইন)
২৩। ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয় ?
উ : মেগার দ্বারা।
২৪। আর্থ রেজিস্ট্যান্স কি ভাবে মাপা হয় ?
উ : মেগার আর্থ টেস্টারের সাহায্যে অথবা মোটামুটি ভাবে একটি ১০০ওয়াটের বাতি আর্থ তার লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বল ভাবে জ্বলে , তাহলে আর্থিং ভাল আছে।
২৫। আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া বান্ছনীয় ?
উ : বাসাবাড়ীর জন্য বেশীর পক্ষে ৫ ওহম এবং সাব স্টেশন ও পাওয়ার লাইনের জন্য বেশীর পক্ষে ১ ওহম হওয়া দরকার।
২৬। কোন ট্রান্সফরমারের কেবল মাত্র একটি কয়েল থাকে ?
উ : অটো ট্রান্সফরমার।
২৭। ট্রান্সফরমার হামিং কি ?
উ : ট্রান্সফরমারের কোর এবং কয়েল কানেকশন যদি মজবুত ভাবে না করাথাকে, লুজ কানেকশন থাকে তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকারআওয়াজ হয়, তাহাই হামিং।
২৮। ট্রান্সফরমার গরম হওয়ার কারন কি ?
উ : (১) ওভার লোড হওয়ার জন্য হতে পারে
(২) ইন্সুলেশন দুর্বল হয়ে গেলে
(৩) কোথাও আর্থ হয়ে গেলে
(৪) ওভার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য।
২৯। সিলিকা জেলের স্বাভাবিক রং কি রূপ থাকে ?
উ : ভাল অবস্থায় ধব ধবে সাদা, কিন্তু জলীয় বাস্প গ্রহন করলে কিছুটা বাদামী রং এর হয়ে যায়,আবার উত্তাপ দিলে ইহা সাদা হয়ে যায়।
৩০। ট্রান্সফরমার তৈলের কাজ কি ?
উ : ইহার প্রধান কাজ দুটি- প্রথমত ইহা ইন্সুলেশনের কাজ করে, দ্বিতীয়ত ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্যে করে।
৩১। ব্রিদার কি ?
উ : ইহা ট্রান্সফরমারের কনজার্ভেটরের সহিত লাগানো থাকে, যার মাধ্যমেবাহির হতে ঠান্ডা বাতাস ফিল্টার হয়ে ট্যাংকে ঢুকে এবং গরম বাতাস ট্যাংক হতেবাহির হয়ে যায়।
৩২। বুকল্স রিলে কি ?
উ : ইহা এক প্রকার রিলে যাহা ট্রান্সফরমারের ট্যাংক ও কনজার্ভেটরেরসংযোগকারী পাইপের মধ্যে বসানো থাকে এবং ট্রান্সফরমারের ভিতরেত্রুটি দেখাদিলে সর্তক ঘন্টা বাজিয়ে থাকে।
৩৩। গার্ড ওয়্যার কি ?
উ : ট্রান্সমিশন লাইনের নীচে ব্যবহ্নত তার, যাহা আর্থের সহিত সংযোগ থাকে।
৩৪। ব্যাটারীর সলিউশন তৈরির সময় এসিড পানিতে না পানি এসিডে মিশাতে হয় ?
উ : এসিড পানিতে মিশাতে হয়।
৩৫। জাম্পার কি ?
উ : মেইন লাইন হতে বাসা বাড়ীতে সাপ্লাই লাইনের সংযোগ রক্ষাকারী তার।
৩৬। ডেম্পার ওয়্যাইন্ডিং কি ?
উ : সিনক্রোনাস মোটরকে র্স্টাট দেওয়ার জন্য ইহার পোলের উপর মোটাতারের ওয়্যাইন্ডিং দেওয়া হয় এবং ইহা অল্টারনেটরে ও ব্যবহ্নত হয় হান্টিং দোষ কমানোর জন্য।
৩৭। CB কি ?
উ : সার্কিট ব্রেকার যাহা ক্রটি প