পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

3 phase লানে রোট 3 গুন কনো করা হয়।

আমরা three phase connection এ লাইন ভোল্টেজ বের করার জন্য ফেইজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করে থাকি। কেন 3 x 220 না??? এটা আজ প্রমাণ করে দেখাব।

নিচের স্টার কানেকশনটিতে লক্ষ্য করলে দেখা যাবে, ফেইজ ভোল্টেজ গুলো যথাক্রমে Van, Vbn, Vcn। এখানে n হল তিন ফেইজের কমন টার্মিনাল বা নিউট্রাল পয়েন্ট।

আর লাইন ভোল্টেজ গুলো হচ্ছে Vab, Vbc, Vca

তাইলে Vab = √3 x Vphase প্রমাণ করাটাই যথেষ্ট হবে।

চিত্র থেকে বুঝাই যাচ্ছে, প্রতিটি ফেইজ লাইনের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রী।

তাইলে Van লাইনটি তার নিজের সাথে 0 ডিগ্রী কোণ উৎপন্ন করে।

তাই, Van = Vp < 0

Vbn লাইন Van লাইনের সাথে -120 degree উৎপন্ন করেছে।

তাই Vbn = Vp < -120

অনুরুপভাবে, Vcn = Vp < -240 or Vp < +120

এখন, আমাদের উদ্দেশ্য হল Vab বের করা।

২য় চিত্রে দেখা যাচ্ছে,

আমি Vbn কে বর্ধিত করে একটি রম্বস একেছি। এখন রম্বসটির কর্ণ ই মূলত Vab কে নির্দেশ করে।

ভেক্টোর যোগের ত্রিভুজবিধি অনুসারে,

Vab = Van + Vnb

= Van - Vbn

=  Vp<0 - Vp<-120

= Vp + 0.5Vp + j √3/2 Vp  [ পোলার ফর্মেট থেকে কার্তেসীয় ফর্মেটে রুপান্তর করে ]

= Vp (1 + 0.5 + j √3/2) = √3Vp <30

অর্থাৎ

১) লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর √3 গুণ

২) আর লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর সহিত ৩০ ডিগ্রী লিডিং এ থাকে।

কোন মন্তব্য নেই: