পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

Phase Failure Relay আলোচনা।

Phase Failure Relay একটি phase-voltage-balance monitoring ডিভাইস। এই ডিভাইস এর মাধ্যমে থ্রি-ফেজ এর একটি ফেজ মিস করলে অথবা তিন ফেজ এর মাঝে একটি ফেজ unbalance (চিত্রে % asm নব এ আপনি যত সেট করবেন তত % কম বেশি,যদি ১০% সেট করেন তাহলে ১০% ভোল্টেজ কম বেশি   ) হলে একটি আউটপুট পাওয়া যাবে। কত সময় পরে আউটপুট টি পাবেন তা t(s ) এই নব এর মাধ্যমে সেট করতে পারবেন।
চিত্রে L1,L2,L3 তে তিনটি ফেজ দিতে হবে। 1,2,3 এর মাঝে 1 এ common, 2এ NC এবং, 3 এ NO. যদি আপনি মটোর কন্ট্রোল করতে চান, আপনার magnetic conductor এর কয়েল ভোল্টেজ ২২০ ভোল্ট হয় তাহলে
1 এ common এ ২২০ ভোল্ট দিন এবং 3 এর NC হয়ে conductor এর কয়েল এ কানেকশন দিন।যখন কোন ফেজ মিস করবে অথবা ব্যালেন্স হারাবে তখন NC টা NO হয়ে যাবে এবং আপনার কন্ডাকটর এর কয়েল এ সাপ্লাই বন্ধ হয়ে যাবে।
এছাড়া আপনি আপনার প্রয়োজন অনুসারে সার্কিট টি সাজিয়ে নিতে পারেন।ফেজ ফেইলর রিলের গায়ে ও সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে। আমি শুধু বেসিক টা বলে দিলাম। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই: