Device simple but works Big
নবীন প্রকৌশলীরা একটু টেনশন দিন।
আজ থেকে শুরু হয়ে যাক আপনার অটোমেশন স্কিল ডেভেলপমেন্ট।
আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার !
আপনি কি একটি রিলে এবং টাইম এর অপারেশন জানেন ?
যদি জানেন তাহলে Welcome
কখনো কি ভেবেছেন ? এই ডিভাইসগুলো মাধ্যমেই আপনি একটি change over তৈরি করতে পারবেন।
একটি IPS control করতে পারবেন। একটি ফ্যান লাইট আপনার ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন।
রিলে টাইমার ছাড়া অটোমেশন কল্পনা করা যায় না
আর যদি না জানেন তাহলে 200/300/- টাকা ইনভেস্ট করে দুইটা টাইমার ও দুটি রিলে নিয়ে আপনার অটমেশন স্কিল ডেভেলপ করতে পারেন অনায়াসেই।
এটি একটি 8 pin relay ডায়াগ্রাম,
বুঝানের ক্ষেত্রে সাথে আমি টাইমার লিখে দিয়েছি।
কারণ 8 pin এর Relay & Timer এর কাজ একই পার্থক্য শুধু রিলে পাওয়ার দেওয়ার সাথে সাথেই আগে থেকে NO থাকা NO NC হয় এবং NC থাকা NC NO হয়। Common connection এর মাধ্যমে।
আর Timer এর কার্যক্রম একই পার্থক্য শুধু সময়ের। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর ON হবে অথবা Power দেওয়ার সাথে সাথেই টাইম কাউন্ট করা শুরু করবে।
তার setting অনুযায়ী।
দারুন মজার একটি বিষয়।
তাই না ?
Timer আবার ON delay, Off delay towin Timer ইত্যাদি হয়।
ইউটিউব এ প্রচুর ভিডিও পাবেন এগুলো ফলো করেন।
অথবা একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিন আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনার সুন্দর জীবনের জন্য।
কাজ আপনাকে জানতেই হবে। এর কোনো বিকল্প নেই। যেহেতু আপনি Electrical Man.
সৌজন্যে
EEE Power bridge
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন