"মেগার মিটার (Megger)"
মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফরমার ইত্যাদির ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এটাকে একটি হস্ত চালিত জেনারেটরও বলা যায়।
মেগার দুই প্রকারের হয়ে থাকে,,
* হস্তচালিত জেনারেটর টাইপ মেগার ( 500v-1000v)
* ইলেকট্রনিকস টাইপ মেগার ( 500v-1000v)
মেগার বিভিন্ন যন্ত্রণাংশ নিয়ে গঠিত,,
*হস্তচালিত একটি ডিসি জেনারেটর
*কারেন্ট কয়েল
*প্রেসার কয়েল
*কাঁটা
*মেগার স্কেল (মেগা ওহম)
*পজেটিভ এবং নেগেটিভ টার্নিনাল
"মেগারের কাজ"
যার ইনসুলেশন পরিমাপ করতে হবে সেখানে মেগারের টার্মিনাল দুইটি সংযোগ করে মেগারের হাতলটি নির্দিষ্ট আর.পি.এম.( RPM -160) এ ঘুরালে ডিপ্লেকটিং এবং কন্ট্রোলিং কয়েলের মধ্যে প্রয়োজনীয় কারেন্ট প্রবাহিত হবে। যদি পরিমাপাধিন মেশিন অথবা হাউজ ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স অসীম হয়, তাহলে ডিপ্লেকটিং কয়েলের মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হবেনা। কিন্তু কন্ট্রোলিং কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে স্থায়ী চুম্বক বলরেখার প্রতিক্রিয়ার ফলে মেগারের কাটা অসীম নির্দেশ দেখাবে। আবার যখন কোন মেশিন বা হাউজ ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান শূন্য হবে তখন শুধু ডিপ্লকটিং এর কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। ফলে মেগারের কাটা শূন্য দেখাবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান অসীম অথবা শূন্যের মাঝামাঝি হলে ডিপ্লেকটিং কয়েল বা কন্ট্রোলিং কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। এই কয়েলের চুম্বক বলরেখার প্রতিক্রিয়ার ফলে মেগারের কাটা ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান নির্দেশ করবে। এভাবে মেগার তার কাজ সম্পন্ন করে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন