আমি সবসময় একটু ব্যতিক্রম পোস্ট করার চেষ্টা করি,
তাই আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,
কিছু কিছু জায়গায় শুধু মেগনেটিক কন্টাক দিয়ে ল্যাচিং করলেই সার্কিট ঠিকমতো কাজ করতে পারে না ঐ সমস্ত সার্কিটে রিলে দিয়ে ল্যাচিং করা একান্ত প্রয়োজন।
Md. Yaskoruni Rafi একটি Relay Latching circuit diagram চেয়ে ছিলেন কিন্তু কেউ দেয়নি। আসলে এই সার্কিটটি মোটামুটি একটি ঝামেলা। ম্যাক্সিমাম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এ বিষয়ে অবগত নয়। তা না হলে গ্রুপে 18 হাজার মেম্বার কেউ না কেউ উত্তর দিতো। যারা না পারেন তারা একটু টেনশন দিনএই ফিগারের প্রতি, আমারও তো ভুল হতে পারে, তাই না ?
Sajal Kumar একটি পোস্ট দিয়েছিলেন NO NC নিয়ে,
অনেকেরই সঠিক উত্তর হয়নি তাই আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর বেশি কিছু নয়।
আমেরিকা ও জাপানে রিলের উপর গবেষণা করে পিএইচডি করা হয়।
আমরা অকারণে পুড়িয়ে ফেলি। আমরাতো ঠিকমতো ব্যবহার করতে পারি না। এখনো NO NC নিয়ে আমরা কনফিউশনে আছি।
আজ আপনাদের মাঝে আমি controlling এর heart RELAY নিয়ে আলোচনা করবো।
এখানে 8 পিনের একটি রিলেকে ডেমো হিসেবে ধরা হলো।
আমি ম্যাক্সিমাম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে বলতে শুনেছি বা তারা বলে থাকে রিলে হোল্ডিং কয়েলের পাওয়ার পাওয়ার সাথে সাথেই NO NC এবং NC NO হয়ে যায়।
এই কথাটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারণ যারা এ কথা বলে থাকে তারা কন্ট্রোলিং এর ক ও বোঝেনা বলে আমার বিশ্বাস।
কারণ হোল্ডিং পাওয়ার এর সাথে NO NC এর কোন কানেকশন নেই। যতক্ষণ না পর্যন্ত তার সাথে বাহির থেকে কোন শর্ত বা power দেওয়া না হয়। Auto হওয়ার কোন চান্স নেই
এখন মূল আলোচনায় আসা যাক,,,,,,,,,,,,,,,,,,,,,
যেহেতু 8 পিন রিলে তাহলে construction টা দেখা যাক,,,,,,,,
7 & 2 holding coil ( 220v,110v,12vdc,24vdc etc.)
যাদের মধ্যে পাওয়ার দিলে রিলে কাজ করা শুরু করে।
8 &1 common
কোন পূর্ব মুহূর্তের শর্তে সাড়া দিয়ে 6 & 3 NC
এবং 5 & 4 NO হবে।
এখন একটি 8 পিন রিলের বেস নেওয়া হলো। নেওয়ার পর আপনি যদি ঐ বেসকে মাল্টিমিটার দিয়ে বিভিন্ন টার্মিনাল মেজারমেন্ট করেন কোন ভ্যালু বা NO NC খুঁজে পাবেন না।
কিন্তু আপনি যদি ওই বেসে একটি রিলে লাগিয়ে দেন তাহলে একটি পথ বা সার্কিট কমপ্লিট হবে বা NO NC খুঁজে পাবেন। একটা বিষয় মনে রাখবেন এখনো কিন্তু হোল্ডিং কয়েল এ কোন পাওয়ার দেওয়া হয়নি।
তাহলে কিভাবে NO NC হলো ?
আপনি Multimeter দিয়ে continuity check করে দেখেন 8 এর সাথে 5 NC এবং 8 এর সাথে 6 NO
ঠিক তেমনি 1 এর সাথে 4 NC এবং 1 এর সাথে 3 No
হয়ে আছে। Without power.
তাহলে কি করে হলো। কারণ রিলের ইন্টার কানেকশন এভাবেই করা। অর্থাৎ একটি পথ বা সার্কিট কমপ্লিট করা।
এই thime টি কাজে লাগিয়ে IPS এ পাওয়ার দেওয়া হয়।
এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুতের সাথে Holding coil এর কোন প্রেম ভালোবাসার খেলা হয়নি। কারণ হোল্ডিং কয়েল এখনো সাপ্লাই শূন্য।
এখন যদি আমরা relay holding coil এ power supply দেই, তাহলে আমরা কি পাবো।
যদি আমি Holding coil এ 220v/24 VDC supply Apply করি তাহলে কি হবে ?
এখানে আসল কন্ট্রোলিং বা মজাটা। এটা আমাদের সবার মনে রাখতে হবে। যখন আমি হোল্ডিং কয়েলের পাওয়ার সাপ্লাই দিলাম তখন সাথে সাথে Relay Base Terminal 6,5,4,3 গুলি সম্পূর্ণ power শূন্য।
তাহলে কিভাবে রিল এতে পাওয়ার দেওয়ার সাথে সাথে NO NC & NC NO হলো আমায় বলেন ?
এই Logic টাই অনেকে বোঝে না।
যেহেতু পূর্বেই বলেছি একবার কোন পাওয়ার ছাড়াই কিছু কিছু টার্মিনাল NC (5 & 4) হয়েছে।
তাহলে এখন আমাদের NC করাটা দরকার !
এখন যদি আমি Relay Base Terminal 8 কে 7 এর সাথে সর্ট করে দেই তাহলে 6 কে আমি NC হিসেবে পাবো ঠিক 3 ও তাই।
এটাই আসল ব্যাপার। এখানে Directly কোন NC NO বা NO NC হয় না। পূর্ব শর্ত ছাড়া।
আমি আমার মত পোস্ট করলাম যদি আরো কেউ এর চেয়ে ভালো জানেন তাহলে শেয়ার করবেন।
জানতে চাই জানাতে চাই।
Engr Rafikul Islam
Admin
EEE power bridge.
Dhaka.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন