পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

MCB ফর মিনিয়েচার সার্কিট ব্রেকার।

MCB স্ট্যান্ড ফর মিনিয়েচার সার্কিট ব্রেকার।
MCB সিংগেল, ডাবল, ট্রি পোল এবং বিশেষ ক্ষেত্রে ফোর পোল বিশিস্ট হয়ে থাকে।
MCB’র রেটেড কারেন্ট 100 Amps পর্যন্ত হয়।
MCB’র ইন্টাররুপটিং রেটিং (ব্রেকিং ক্যাপাসিটি) 18 kA নিচে হয়।
MCB’র ট্রিপিং বৈশিষ্ট্য গুলি ফিক্সড থাকে তাই প্রয়োজনে কোন প্রকার পরিবর্তন (এডজাস্টমেন্ট) করা যায় না।
MCB সাধারনত ক্ষুদ্রতর সার্কিটগুলির জন্য উপযুক্ত, যেখানে স্বাভাবিক কারেন্ট 100 এম্পিয়ার’র চেয়ে কম।
MCB সাধারণত বাসা বাড়ী ও শিল্প কারাখানার অফিস বিল্ডিংয়ের ইলেকট্রিক ওয়ারিংয়ের সাথে ব্যবহৃত হয়।
MCCB স্ট্যান্ড ফর মোলডেড কেস সার্কিট ব্রেকার। MCCB সাধারনত সিংগেল,ডাবল, ট্রিপল এবং বিশেষ ক্ষেত্রে ফোর পোল বিশিস্ট হয়ে থাকে। MCCB’র রেটেড কারেন্ট রেন্জ: 10-2500 Amps মধ্যে হয়।
MCCB’র ইন্টাররুপটিং (ব্রেকিং ক্যাপাসিটি) রেটিং রেন্জ: 10kA- 250kA হয়।
MCCB’র ট্রিপিং বৈশিষ্ট্য গুলি ফিক্সড করা থাকে না, তাই প্রয়োজনে পরিবর্তন বা এডজাস্টমেন্ট করা যায়।
MCCB’র ওভারলোড ট্রিপিংয়ের জন্য থার্মাল অপারেশন এবং তাত্ক্ষণিক (শর্ট সার্কিট) ট্রিপংয়ের জন্য ম্যাগনেটিক অপারেশন সিস্টেম এ্যাকটিভেট হয়ে সার্কিটে সুরক্ষা দিয়ে থাকে।

কোন মন্তব্য নেই: