পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

সেহরি ও ইফতারের সময়

৮:৩৯ AM 0 Comments

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান শুরু হতে পারে ১৭ মে। বিষয়টি সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।বৃহস্পতিবার ফাউন্ডেশনের মুফাসসির ড. মাও. আবু সালেহ পাটোয়ারী এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমানের সইকরা এক বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশ করা হয়েছে।সময়সূচিতে দেখা যায়, ঢাকায় এবারপ্রথম রোজার সেহরি শেষের সময় ৩টা ৪৬ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৮ মিনিট। অন্যদিকে ঢাকায় শেষ রোজার সেহরির শেষ সময় ৩টা ৩৮ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৫১ মিনিট।
সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের তিন মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে। সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ছয় মিনিট পর ফজরের আজান দেয়া হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেহরি ও ইফতারের এই সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

Curriculum Vitae

৮:৫২ AM 0 Comments

Curriculum Vitae(CV)

নতুন এবং অভিজ্ঞ উভয়ের ক্ষেত্রেই CV-র ভূমিকা অনেক। কেননা, চাকুরি দাতা আপনাকে প্রাথমিক বাছাই করবেন এই CV দেখেই। তারা কারো CV দেখে বোঝার চেষ্টা করে সে কতটুকু সাজানো গোছানো মানুষ, তাকে দিয়ে কোম্পানির নির্ধারিত কাজ গুলো সুষ্ঠুভাবে করানো সম্ভব হবে কিনা। সো বুঝতেই পারছেন CV-র গুরুত্ব কতটুকু।

নবীনদের অনেকেই প্রায়ই বলে থাকেন আমাকে কোথাও ডাকছে না। তাদেরকে বলব আপনি আপনার CV-টা ঠিক করুন। নিশ্চত আপনার CV-তে কোন না কোন ঘাটতি রয়ে গেছে। অনেকে আমার সাথে একমত না হয়ে বলবেন- আসলে আমাদের CV-টা বেশি পাতার হয় না , এক দুই পাতা হয়। আসলে একটি ছোট দোকানেও ক্রেতার ভীর দেখা যায় শুধুমাত্র তার Presentation এর কারনে। হ্যাঁ Presentation আর এই উপস্থাপনের ছাপ পাওয়া যাবে তার গোছানো দোকানে তার কথা বলায়। সুতরাং আপনার ছোট CV-টাকেও সুন্দর ভাবে Presentation করুন।

নবীনদের ক্ষেত্রে প্রায়ই তারা CV-র সাথে ছবি Attach করতে ভূলে যায়। আর ছবি ছাড়া CV কিছু বাতিল কাগজ ছাড়া আর কিছুই না। এধরনের ভুল অভিজ্ঞদের ক্ষেত্রে হয় না বললেই চলে। এ ভুলটি করাই যাবে না এটা মাথায় রাখতে হবে।

দ্বিতীয় ভুলটি নতুন-পুরাতন অনেকেই করে থাকেন। আর সেটা হচ্ছে-বেশি কচলিয়ে তেতো করা। মানে অনেক বেশি ভাল লিখতে যেয়ে মনের মাধুরী মিশিয়ে এমন কিছু English Sentence লিখে যেটার বাংলায় কোন অর্থ হবে কিনা সেটা ভেবেও দেখে না। আমার লাইফে এমন অনেক Engineer এর CV দেখেছি তারা Career Objective কি লিখে আমার বোধগম্য হয়নি। অনেক ক্ষেত্রে তাই Candidate দেরই জিজ্ঞেস করি কি লিখেছেন একটু তর্জমা করে বলেন। কেন এমন হয় জানেন? হ্যাঁ ঠিকই ধরেছেন নিজের বক্তব্য নিজের মত করে না দিয়ে কয়েক জায়গা থেকে কপি করে এমন Standard করে যে এর অর্থ কি যে হয় সে নিজেও বলতে পারে না। তাই এই Career Objective বিষয়টি নিজের মত করে, নিজের position অনুযায়ী সরল সহজ ভাবে লিখতে হবে যেন HR Department অথবা চাকুরি দাতা বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছিলেন।

প্রারম্ভিক ভুল গুলো শুনে যাদের মনে হয়েছে কথা গুলো তাদের জীবনের সাথে মিলছে না, নিচের লেখাটুকু তাদের জন্য নয়।

আমি এখন CV-র দুটি ফরম্যাল ফরম নিয়ে অল্প কিছু লিখব।

ফরম্যাট#01

● CV-র উপরে (1 Inch পরিমান জায়গায় খালি রেখে দিয়ে) মাঝ বরাবর লিখুন-

আপনার নাম
ঠিকানা
মোবাইল নম্বর ( 01 হলে ভাল হয় ম্যাক্সিমাম 02 টা দেবেন।)

● Passport size ছবিটা লাগাবেন CV-র উপরের ডান কোনায়।

● Carrer Objective:  মনে রাখবেন সব সময় সব position(post) এর জন্য একই career objective প্রযোজ্য নয়। তাই কাজের ধরন এবং Position অনুযায়ী স্বল্প কথায় Career objective টি লিখে ফেলুন।

● Personal Information: এরপর দিবেন আপনার Personal Information(নবীন দের জন্য এই Format টাই Best). এখানে থাকবে-
আপনার নাম
পিতার নাম
মায়ের নাম
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
মেইল ঠিকানা(চিঠি পাঠানোর ঠিকানা)
জাতীয়তা
জাতীয় পরিচয়পত্রের নম্বর
ধর্ম
ওজন
রক্তের গ্রুপ

● Employment History: যারা ফ্রেশ তারা এখানে তাদের ট্রেনিং সম্পর্কে লিখবেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত কিছুই লিখবেন না। কেননা যদি এই অতিরিক্ত কিছু (মানে যেটা আপনি কম বুঝেন/পারেন অথবা পারেন না) দেখে আপনাকে ইন্টারভিউ দিতে ডাকা হয় তবে ঐ না জানা যায়গা থেকে অবশ্যই প্রশ্ন করবে আর যেটার উত্তর না দিতে পেরে চিকরিটাতো হারাবেনই সাথে সাথে অপমানিত বোধ করবেন ফ্রি ফ্রি। আর একটা বিষয় নবীনদের অনেকেই PLC পারেন এই পারেন সেই পারেন এগুলো চাকরি দাতাদের requirement না থাকলে লিখবেন না। কারণ, নতুন হিসেবে আপনি এগুলো পারলেও আপনাকে দিয়ে করাবে না। বরং এগুলো থেকে প্রশ্ন করলে পারবেন না। কেননা কম্পিউটারে বসে Program করা আর practically মেশিনের সামনে দাঁড়িয়ে modification work করা এক কথা নয়।
আর অভিজ্ঞরা অবশ্যই তাদের শেষের অভিজ্ঞতা শুরুতে লিখবেন।
এভাবে সবার প্রথম চাকরি সবার শেষে লিখবেন। আর একটি কথা কেউ এক বছরে একাধিক চাকরি পরিবর্তন অথবা দুবছরে দুই বা ততোধি জব পরিবর্তন করলে তা গোপন রাখুন। নতুবা অবশ্যই আপনাকে অতিরিক্ত একটি প্রশ্নের সম্মুক্ষীন হতে হবে। আপনি এত ঘন ঘন জব চেঞ্জ করেন কেন। এর উত্তর যত positive করেই দেন না কেন, নেগেটিভ হয়ে যাবেন আপনি।

● Professional Experience: এখানে আপনার Professional Experience গুলো লিখতে পারেন। তবে অতিরিক্ত কিছুই লিখবেন না। কি কি মেশিনে কাজ করেছেন খুব ডিটেইল লিখবেন না। কারন এই বিষয়ে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে চাকুরি দাতা আর আপনি উত্তরও দিতে পারবেন তারমানে পজেটিভ মার্ক পেলেন। কিন্তু CV তে যদি এই সম্পর্কে ব্যাপক তথ্য আগেই দিয়ে দেন তবে এই পারা প্রশ্নটি থেকে বঞ্চিত হবেন।

● Specialization Area: যে বিষয়টা সবচেয়ে ভাল পারেন সে বিষয়টা এখানে লিখুন। তবে নাচ, গান, কবিতা ইত্যাদি দেবেন না দয়া করে।

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

learning English

৭:০৯ PM 0 Comments

I think that
আমি মনে করি যে......
✅I believe that
আমি বিশ্বাস করি যে......
✅I imagine that
মনে হয় যে.......
✅I guess that
আমার অনুমান হয় যে......
✅I strongly believe that
আমি দৃড়ভাবে বিশ্বাস করি যে.......
✅I appears to me
আমার মনে হচ্ছে যে......
✅My opinion is that
আমার মতামত হচ্ছে যে....
✅I opine that
আমি মনে করি যে.......
✅I am sure that
আমি নিশ্চিত যে.......
✅ To me
আমার মতে......
✅To me, it's sure that
আমার মতে, এটা নিশ্চিত যে......
✅I'm undoubted that
আমি নিশ্চিত যে......
✅I take it certain that
আমি এটা নিশ্চিত হিসেবে নিয়েছি যে......
✅According to me
আমার মতে......

ieb

৫:৩৪ PM 0 Comments

আমরা অনকেই IEB সম্পর্কে বিস্তারিত
জানি না,তাই তাদের জন্য আবার
লেখা!
IEB হলো বাংলাদেশে ইঞ্জিয়ারদের
অভিভাবক সংস্থা। IEB এর ডিভিশনাল
কমিটি মোট ৭ টি
১। Civil Engineering
২। Electrical Engineering
৩। Mechanical Engineering
৪। Agricultural Engineering
৫। Chemical Engineering
৬। Computer Engineering
৭। Textile Engineering
✎ শুধুমাত্র IEB recognised গ্র্যাজুয়েটরাই
নিজেদের নামের শুরুতে ইঞ্জিনিয়ার
লিখতে পারবে। IEB accredited
ভার্সিটিতে পড়াশোনার সময় ছাত্র-
ছাত্রীরা স্টুডেন্ট ক্যাটাগরিতে IEB র
মেম্বার হতে পারবে এবং IEB কতৃক
প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করতে
পারবে।
✎ IEB recognised international
ইউনিভার্সিটিগুলোর ইকোভ্যালেন্ট
সাবজেক্টে পড়াশোনা করে IEB র
মেম্বার হওয়া সম্ভব।
✎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত
শিক্ষার্থীরা AMIE পরীক্ষায় অংশগ্রহন
করে AMIE ইঞ্জিনিয়ার হতে পারবে
সুযোগসুবিধা সমূহঃ
১। ইঞ্জিনিয়ার হিসেবে স্কিল
ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল
মাইগ্রেশন করা যাবে
২। কোন কোন সার্কুলারে সরাসরি
ইঞ্জিনিয়ার চাওয়া হয়
৩। IEB কতৃক আয়োজিত বিভিন্ন
সেমিনার, ট্রেইনিং সেশনে
যোগদান করে স্কিল ইমপ্রুভ করার সুযোগ
৪। কোন প্ল্যান(সিভিল
ইঞ্জিনিয়ারিং) রাজউক কতৃক অনুমোদন
করানোর জন্য ইঞ্জিনিয়ারিং
লিস্টেড হওয়া অত্যাবশ্যকীয়।
IEB approved পাবলিক ভার্সিটি এবং
ইন্সটিটিউশন সমূহ
১। BUET সকল ডিপার্টমেন্ট
২। KUET সকল ডিপার্টমেন্ট
৩। RUET সকল ডিপার্টমেন্ট
৪। CUET সকল ডিপার্টমেন্ট
৫। DUET সকল ডিপার্টমেন্ট
৬। BUTEX সকল ডিপার্টমেন্ট
৭। SUST(IPE, CEP, CIVIL)
৮। MIST(CSE, EEE, ME, Civil)
৯।BAU(Agriculture Engineering)
IEB accredited অন্যান্য ভার্সিটিসমূহ
১। IUT সকল ডিপার্টমেন্ট
২। AUST সকল ডিপার্টমেন্ট
৩। AIUB(CSE, EEE, ECE)
৪। BRAC(CSE, ECE, EEE)
৫। UIU(EEE, CSE)
৬। UAP(CSE, EEE, CIVIL)
৭। Daffodil(CSE, ETE, EEE)
৮। EWU(CSE, EEE)
৯। IIUC(CSE, CCE)
১০। Stamford University(CSE, CIVIL, EEE)
১১। NSU (ETE,EEE, CSE)
12. Independent (ETE EEE)
13. Estern University (EEE)

রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

Luring English

৭:৫০ AM 0 Comments

My real love story
আমার সত্য প্রেম কাহিনী।
After that day.
ঐ দিন পর।
She called me from unknown Number.
সে আমাকে কল করেছিল অপরিচিত নাম্বার থেকে।
She couldn't call me from her number.
সে তার নাম্বার থেকে কল করতে পারতো না।
I had made to block her number.
আমি ব্লক করেছিলাম তার নাম্বার।
When I received.
যখন আমি রিসিভ করেছিলাম।
At first she said to me" please don't off line.
সে বলেছিল আমাকে"দয়া করে কল কেটো না"
I asked her, who are you?
আমি জিজ্ঞাস করেছিলাম তুমি কে?
"Really you can't understand who I am?
সত্যি তুমি বুঝতে পারছো না আমি কে?
I really understood that she was my Ex girlfriend.
আমি সত্যি বুঝতে পেরেছিলাম যে সে আমার প্রাক্তন প্রেমিকা।
I didn't talk to her again.
আমি আর কথা বলছিলাম না।
she said to me"I want to say something you?
সে বলেছিল, "আমি তোমাকে কিছু কথা বলতে চাই"
So She wanted to meet with me at coffeehouse.
সুতরাং সে আমার সাথে দেখা করতে চেয়েছিল কফিহাউজে।
I rejected her proposal.
আমি তার প্রস্তাবে না করেছিলাম।
I told her that I had to go to university.
আমি তাকে বলেছিলাম আমাকে বিশ্ববিদ্যালয় যেতে হবে।
She asked me,why didn't I give her another chance?
সে জিজ্ঞাস করেছিলো, কেন আমি তাকে আরো সুযোগ দিচ্ছি না।
I said to her "see you,I don't want that again I see your real face?
আমি বলেছিলাম, যে আমি চাই না পুনরায় আমি তোমার আসল চেহারা দেখি।
then She told me she loved me.
সে আমাকে ভালবাসে বলেছিল তখন।
she again told me that please  unblock her number as a friend.
সে আমাকে তার নাম্বার আনব্লক করতে বলেছিলো, একজন বন্ধু হিসাবে।
I told her that I would be unblock but as not friend, as a well wisher.
আমি বলেছিলাম তাকে, তোমাকে আনব্লক করবো তবে বন্ধু হিসাবে না, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে।
then I told her that I had to go to university, so, kept your phone. তারপর বলেছিলাম, আমাকে বিশ্ববিদ্যালয় যেতে হবে।তাই ফোন রাখো।
I told her that taken care yourself.
আমি তাকে নিজের যত্ন নিতে বলেছিলাম।
she wanted to say something again.
সে পুনরায় কিছু বলতে চাই ছিলো।
but I switched off my phone .
কিন্তু আমি ফোন বন্ধ করেছিলাম।

I didn't tell her, But I want to say you guy's..that I stilled love her.
আমি বলেছিলাম না তাকে,কিন্তু তোমাদের বলতে চাই আমি এখনও তাকে ভালবাসি।

Hey guys, if you will read my ful love story. so Iinform me.I want to write my ful love story.
হে বন্ধুগন,যদি আমার পুরো প্রেম কাহিনী পড়তে চান, তাহলে জানান আমাকে।আমি লেখতে চাই আমার পুরো প্রেমকাহিনী।

If you find any mistake. please inform me.
যদি ভুল পান,জানান আমাকে দয়া করে।

written by Jol chhobi

Power Factor Improvement

৬:০৫ AM 0 Comments

POWER FACTOR Improvement.

নবীনদের জন্য পোষ্ট  করা।

এখানে আমি একটি ডেমো sub station দেখিয়েছি। আপনাদের বুজাবার জন্য আর বেশী কিছু নয়।

এখানে আমি Power factor নিয়ে আলোচনা করবো এবং সাথে আপনাদের সহযোগীতা চাই।

আসলে আমাদের দেশে যে  Transmission system এতে করে Industry  তে power আসতে আসতে current & voltage  এর মাএা অসম গতিতে চলে । আর ঐ current & voltage কে একট নির্দিষ্ট সিমায় রেখে লোড এ পেরন করার নামই  power factor improvement বলে।

বিভিন্ন ভাবে power factor improvement  করা যায়। আমরা এখানে  পৃথিবীর সব চাইতে জনপ্রিয় system টা অর্থাৎ Capacitor bank নিয়ে আলোচনা করবো ইন শাহ আল্লাহ।

দরুন আপনার প্রতিষ্ঠান 500KVA Sub station আছে।

500kva*0.8 = 400kw
   
                     =400*1000/1.73*400*0.8

                     =723 A(ঐ প্রতিষ্ঠানের সর্বোচ লোড)

PFI calculation

                      =500kva*60/100 (60% in sub station)

                      =300kvar

                      =300KVAR 

এই হিসাব টা সুধু DPDC & Chittagong এর জম্য। কারন এখানে অনান্য জেলা থেকে power ভালো পাওয়া যায়।

কিন্তু othars district এ ৬৪-৬৮  দরে করবেন,  ফল ভালো পাবেন।

                     

            Stez/Step সাজানোঃ-

               2.5 kvar
               5 kvar
               7.5 kvar
               10 kvar
               12.5 kvar
               15 +2.5 kvar ( 5 kvar fixed)
                20 kvar  
                25 +15 kvar
                25 + 25 kvar
                25*3 kvar     

এখানে 245 kvar দেয়া হয়েছে,  পরের টা আপনারা মিলাবেন। 

step কিভাবে সাজাবেন সেটা আপমার ইচ্ছা,  তবে একটু লজিক খাটাতে হবে।

এখানে আমরা ১০ টি step  এ pfi সাজালাম

এখন আমরা PFI  এর মডিউল এ Connection দিবো।

এভার দেখেন মডিউল এর ১নং  wire ১ নং MC  এর A1 এ সংযোগ হয়েছে এবং A2 neutral এ লাগবে।

               
তার পর যখন ১নং  কন্টাক্ট on হবে তখম ১নং indicator জলে উঠবে তারপর বুজবেন আপনার PFI কাজ করতেছে।

এভাবেই ১ থেকে ১০ পর্যন্ত step এ সংযোগ দিবেন।

এখম আসা যাক CT তে, CT এর  সংযোগ হবে x-former এর secondary সাইটের এর  Red wire এ CT লাগিয়ে s1 এবং s2 module এ লাগিয়ে দিলেই ok.

আর একটি  কখা বলা হয় নাই,  মডিউল এ কিন্তু RYB সংযোগ দিতে হবে। সাখে মডিউলে ফিউজ ব্যবহার করবেন মডিউল সেফ থাকার জন্য এবং indicator light change করার জন্য।

এখন HT meter এর সাথে PFI Mmodule এর মান মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা আপনার PFI.

সামনের পোষ্ট  এ থাকবে problem ও প্রতিকার।

চলবে,,,,,,,,,,,

Engr Md. Rafikul Islam
Electrical Engineer (Maintenance)
Letter n colour ltd
Dhaka.

বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

cable calculated

২:৫০ AM 0 Comments

ক্যাবল নিয়ে যাদের এখনও সমস্যা তাদের জন্য বিস্তারিত আলোচনা । আশা করি এর পর থেকে ক্যাবল নিয়ে আপনাদের আর কোন সমস্যা থাকবে না ।
এর জন্য তিনটি দিক দেখতে হবে।
01. Total Load
02. Temperature
03. Voltage Drop

**সাধারনত আমরা প্রথম দিকটা বেশি দেখি। কারন তাপমাত্রা , Voltage Drop ক্ষেত্র বিশেষ প্রয়োগ করে থাকি ।
যাই হোক আমি সব গুলো নিয়ে আলোচনা করব।**
প্রথমে সম্পূর্ণ লোড হিসেব করতে হবে এবং ২০% এক্সট্রা অ্যাড করতে হবে ।
যেমনঃ ধরুন লোড আছে , ৫০০০+২০%=৬০০০w
we know, P=VICOS@
IL = p/VIcos@=6000/220x0.85 = 32.085A
{এখানে ০.৮৫ হল পাওয়ার ফ্যাক্টর , ২০০ ভোল্ট , ৬০০০W}

এখন কেব্‌ল রেটিং দেখে অ্যাম্পিয়ার অনুযায়ী কেব্‌ল নির্বাচন করুন ।
মনে করুন , 4mm^ = 26A কারেন্ট নিবে
6mm^ = 36A “
10mm^ = 46A “
আমাদের লোড অ্যাম্পিয়ার ছিল ৩২.০৮৫ A . তাহলে এর জন্য 6mm^ কেব্‌ল লাগবে । এটা হল লোড হিসেব করে ।

****Temperature Calculation****

আপনি যে স্থানে কেব্‌ল সেট করবেন সেখানের তাপমাত্রা কত আছে তা প্রথমে যাচাই করুন ।

তারপর কেব্‌ল চার্ট থেকে Temperature factor দেখুন ।
25°C--30°C--35°C—40°C—45°C—50°C—55°C
1.04 —1.00— 0.91—0.82—0.71—0.58—0.41
ফ্যাক্টর এর সাথে লোড অ্যাম্পিয়ার গুন করতে হবে । ধরুন যেখানে কেব্‌ল সেট করবেন সেখানের তাপমাত্রা 45°C । 6mm^ এর অ্যাম্পিয়ার ছিল 36A । এর সাথে ফ্যাক্টর গুন করতে হবে ।
Example : 36X0.71=25.56A
আমরা যদি 45°C তাপমাত্রায় কোন কেব্‌ল সেট করি তাহলে 6mm^ এর কারেন্ট বহন ক্ষমতা হবে ২৫.৫৬ A .
যেখানে সাভাবিক ছিল ৩৬ অ্যাম্পিয়ার ।
এখন ৩২.০৮৫ A এর জন্য 10mm^ দরকার ।
অ্যাম্পিয়ার অনুযায়ী কেব্‌ল সেট করুন ।

****Voltage Drop*****

স্ট্যান্ডার্ড Voltage Drop 2.5%
যে কেব্ল এর Voltage Drop নির্ণয় করবেন সেটির চার্ট দেখুন।
10mm^ Voltage Drop 4.4
Formula: 4.4mv/A/m
=4.4X10-3 x 32.085 x30 = 4.235v
{ A হল লোড অ্যাম্পিয়ার, m= দৈর্ঘ্য }
এখন ২২০ এর Voltage Drop ২.৫% হবে ৫.৫V
তাহলে ১০mm^ এর Voltage Drop 4.235v
যেখানে আমরা ৫.৫V accept করতে পারি । এখন দেখা গেল ৩০ মিটার Length এর জন্য ১০mm^ Perfect

সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮

What type of transformer is there?

৮:২৪ PM 0 Comments

হ্যা আপনাকেই বলছি সারা জীবনের জন্য মুখস্ত করে ফেলুন।

যেহেতু আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাই আপনাকে নিম্নের বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে

আমাদের দেশে কত রেটিং ?

কত সাইজের MCB, MCCB, ACB, LBS, VCB, Transformer  পাওয়া যায়

তা নিম্নে দেওয়া হল।

MCB-  2-3-6-10-16-20-25-32-40-50-63A

MCCB-
20-25-32-40-50-63-80-100-125-160-200-250-320-400-500-630-800-1000-1250-1600A

ACB

-800-1000-1250-1600-2000-3200-4000-5000-6300A

LBS 630A

VCB-630A-1250A

TRANSFORMER
-50-100-150-200-250-315-400-500-630-750-800-1000-1250-1500-2000-2500-3000-4000kVA Distribution transformer.

motor name plate (4)

৬:৩৭ PM 0 Comments

মোটর নেমপ্লেটের টুকিটাকি (পর্ব-০৪)
.
#ডিজাইন লেটারঃ

মোটরের নেমপ্লেটে এটা এভাবে লেখা থাকে,” Design: B” অথবা “NEMA Design : A”. যেভাবেই লেখা থাকুক না কেন এর অর্থ হচ্ছে এটা মোটরের ডিজাইন লেটার বা ডিজাইন কোড। এর বিষয়ে বলার আগে এটা বলা প্রয়োজনীয় যে ইন্ডাক্সন মোটর কিন্তু শুধু এক ধরনের লোড পরিচালনা করে না। কখনো এই মোটর কোনও জায়গায় বাতাস দিচ্ছে সেটা হচ্ছে একটা কেন্দ্রবিমুখী লোড বা ইংরেজিতে যাকে বলে সেন্ট্রিফিউগাল লোড। আবার কখনো এই মোটর ক্রেনে ব্যাবহার হচ্ছে। আবার কখনো ব্যাবহার হচ্ছে কনভেয়ার বেল্ট টানার জন্য। এই বিভিন্ন ধরনের লোডের কিন্তু টর্কের চাহিদা একরকম নয়। এই একেক ধরনের লোডের starting torque কিন্তু ভিন্ন রকম।
মোটরের ডিজাইন লেটার এটাই নির্দেশ করে যে কোনও মোটরের starting torque কেমন। এর উপর ভিত্তি করে ইন্ডাক্সন মোটরকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এদেরকে A,B,C,D এই ৪ গ্রেডে ভাগ করা হয়েছে(এদের মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে ডিজাইন B মোটর)।স্পীডের সাথে এদের টর্কের সম্পর্ককে নিম্নে দেয়া চার্টের মাধ্যমে উল্লেখ করা হল।
স্পীড আর টর্কের সম্পর্ক বিভিন্ন ডিজাইনের মোটরে।
এখানে একটা বিষয় বলা প্রয়োজন। এমন হতেই পারে যে আমরা একটা জায়গায় ব্যাবহার হচ্ছে এমন একটা মোটরকে সরিয়ে একি রেটিং এর অন্য একটা মোটর বসালাম যাদের এই ডিজাইন কোডটা আলাদা । সেই ক্ষেত্রে মোটরটা চালানোর সময় কিন্তু নানারকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই চাই একটু সতর্কতা।
.
#সার্ভিস ফ্যাক্টরঃ মোটরের নেমপ্লেটে সার্ভিস ফ্যাক্টর দেয়া থাকে একটা গুনিতক হিসাবে। এটা এভাবে লেখা থাকে, SF-1.15 যার অর্থ হচ্ছে মোটরটা তার নেমপ্লেট কিলোওয়াটের ১৫% অধিক আউটপুট দিতে পারবে অল্প সময়ের জন্য যদি ঐ সময় মোটরটার ভোল্টেজ তার টলারেন্স মানের ভেতর থাকে।
মোটরকে মাঝে মাঝে অল্প সময়ের জন্য অধিক লোড নিতে হয় যা কিন্তু স্থায়ী হয় না। এই বিষয়টা বিবেচনায় নিয়ে মোটরকে এভাবে ডিজাইন করা হয়। তবে কোনও মোটরকে কখনই তার সার্ভিস ফ্যাক্টরের মানে দীর্ঘ সময় চালানো ঠিক নয় কারন এতে মোটরের টর্ক, তাপমাত্রা, দক্ষতা প্রভাবিত হয়। প্রকৃতপক্ষে সার্ভিস ফ্যাক্টর এর মান ১ এর উপর দেয়া হয় অন্য কিছু বিষয় মাথায় রেখে আর সেগুলো হচ্ছে পারিপার্শ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠ থেকে মোটরের উচ্চতা, উচ্চ অথবা নিম্ন লাইন ভোল্টেজ অথবা ভারসাম্যবিহীন লাইন ভোল্টেজ যাকে ইংরেজিতে বলে Imbalance line voltage. এগুলো মোটরের রেটেড আউটপুটকে প্রভাবিত করে। এই প্রভাবকে দূর করার জন্যই সার্ভিস ফ্যাক্টর এর মান ১ এর উপর দেয়া হয়।
সাধারণত, Open drip proof মোটরের সার্ভিস ফ্যাক্টরের মান থাকে
1.15 এবং Totally enclosed fan cooled মোটরের সার্ভিস ফ্যাক্টর থাকে
1.0. আর যদি কোনও মোটরের গায়ে সার্ভিস ফ্যাক্টরের মান লেখা না থাকে তবে বুঝতে হবে ঐ মোটরের সার্ভিস ফ্যাক্টর 1.0 .
আজ এই

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

সহজ কিছু আমল

১:১৪ AM 0 Comments

সহজ কিছু আমল যার মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন-
==========================
১- প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণ(আশ্হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ
أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ)
#এতে জান্নাতের ৮টি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।(সহিহ মুসলিম- ৪৪১, হাদিস একাডেমি, পবিত্রতা অধ্যায়)

২- প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি (সূরা বাকারা- আয়াত ২৫৫) পাঠ করুণ এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন।(নাসাই, সহীহ জামে’ ৫/৩৩৯, সিলসিলাহ সহীহাহ্‌ ৯৭২)

৩- প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর পাঠ করুণ
« لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».)
#এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। (সহিহ মুসলিম হাদিস-১২৩৯, হাদিস একাডেমী)
#সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। (সহিহ মুসলিম হাদিস-২২২০, হাদিস একাডেমী)

৪- প্রতিরাতে সূরা মুলক (৬৭ নাম্বার সুরা) পাঠ করুণ এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।(সহিহ নাসাই, সহিহ তারগিব, হাকিম-৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ-১১৪০, শায়খ আলবানী রঃ হাদীছটি হাসান সহিহ বলেহেন, দ্র: সহীহ তারগীব ও তারহীব, হা/ ১৪৭৫ ও ১৪৭৬)

৫- সুরা ইখলাস ৩বার পড়লে পুরো কুরআন খতমের সওয়াব (বুখারী- ৫০১৫)
#সুতরাং যত খুশী পড়ুন, চাইলেই প্রতিদিন শত শতবার কুরআন খতমের সওয়াব পেতে পারেন এভাবে—

৬- সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি (سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ) পাঠ করুণ এতে আল্লাহ তা’লা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দান করবেন। (সুনান আবু দাউদ তাহকিককৃত-৫০৯১)

৭- সকালে ১০০ বার ও সন্ধ্যায় (সন্ধ্যায় বলতে আসর থেকে মাগ্রিবের মধ্যে যে কোন সময়ে) ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (سُبْحَانَ اللّهِ وَ بِحَمْدِهِ) পাঠ করুণ এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশী সওয়াব নিয়ে আর কেও উপস্থিত হতে পারবে না। (সহিহ মুসলিম-৬৫৯৯, ইসলামিক ফাউন্ডেসন)

৮- সকালে সূর্য ওঠার আগে এবং বিকালে সূর্য ডোবার আগে অর্থাৎ ফজর সলাত আদায় করে সূর্য ওঠার আগেই এবং বিকালে সূর্য ডোবার আগেই ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুণ এতে মক্কায় ১০০ টি উট কুরবানির চেয়ে বেশী সওয়াব, জিহাদে ১০০ টা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ, ১০০ টি গোলাম আযাদ করার চেয়ে শ্রেষ্ঠ, এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশী সওয়াব হবে আপনার। (নাসাই সুনানে কুবরা- ১০৬৫৭, হাদিসটি সহিহ)

৯- ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ, এবং ৩৪বার আল্লাহু আকবার পড়ুন, রাসুল সাঃ তাঁর মেয়ে ফাতিমা (রাঃ) এবং আলী (রাঃ)-কে এই আমল করার জন্য বিশেষভাবে নসিহত করেছেন (বুখারী- ৩৭০৫, তাওহীদ পাবলিকেশন)

১০- বাজারে প্রবেশ করে- (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু য়্যুহয়ী ওয়া য়্যুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা য়্যামূত, বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لاِ يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».)
পাঠ করুণ এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য ১ টি গৃহ নির্মাণ করা হবে। (তিরমিজি তাহকিককৃত -৩৪২৮,৩৪২৯ শাইখ আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন)

১১- বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুণ এতে আল্লাহ তা’লা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। (ইবনু হিব্বান-৪৯৯, সহিহ তারগিব-৩১৬)

১২- জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সলাত আদায় করুন অর্থাৎ দেরিতে নয় বরং সলাত আরম্ভ হওয়ার সময়ই শরিক হওয়া এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। (সূনান আত তিরমিজী [তাহকীককৃত] - হাদিস ২৪১, তাকবিরে উলার ফজিলত অধ্যায়)

১৩- জুমার দিন ১- গোসল করে ২- পায়ে হেটে ৩- আগে আগেই মসজিদে গিয়ে ৪- ইমামের পাশাপাশি বসে ৫- মনোযোগের সাথে খুতবা শুনলে বারি থেকে হেটে আসার প্রতি কদমে ১ বছর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া এবং ১ বছর টানা সিয়াম পালন করার সওয়াব পাবেন (সুনান তিরমিজি তাহকিককৃত- ৪৯৬)
#তাহলে যদি কোন ব্যক্তি এই সর্তগুলো পুরন করে তবে সে যদি বাড়ি থেকে ১০০০ পা ফেলে মসজিদে যায় তবে তার জন্য ১০০০ বছর একটানা সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব এবং ১০০০ বছর একটানা সিয়াম পালনের সওয়াব দেওয়া হবে, (সুবহানাল্লাহ), এবং কদম যতো বারতে থাকবে সওয়াবও এই একই অনুপাতে বারতে থাকবে।

১৪- সাধ্যমত বেশি বেশি জানাজা সলাতে শরিক হবেন কেননা শুধু জানাজা সলাতে শরিক হলেই এক কীরাত সওয়াব দেওয়া হয় আর দাফন পর্যন্ত থাকলে ২ কিরাত সওয়াব দেওয়া হয় আর ২ কিরাত অর্থ দু’টি বিশাল পর্বত সমতুল্য (সাওয়াব) (বুখারি- ১৩২৫, জানাজা অধ্যায়)

১৫- প্রতিমাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব-দুখি, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তা’লার কাছে জিহাদকারির সমতুল্য হবেন। (বুখারি-৬০০৭, তাওহীদ পাবলিকেশন)

১৬- মহিলারা ৪টি কাজ করবেন, ১- ৫ ওয়াক্ত সলাত ২- রমজানের সিয়াম, ৩- লযযাস্থানের হেফাজত, ৪- স্বামীর আনুগত্য করুণ এতে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। (সহিহ ইবনু হিব্বান-৪১৬৩, মুসনাদে আহমাদ-১৬৬১, তবরানি কাবির-৯৯১)

১৭- মসজিদে ফজরের সলাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুণ এবং সূর্য উঠে গেলে ২ রাকাত ইসরাকের সলাত আদায় করুণ এতে আপনি প্রতিদিন নিশ্চিত কবুল ১ টি হজ্জ ও ১ টি উমরার সওয়াব পাবেন আর কবুল হজ্জের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। (সূনান আত তিরমিজী [তাহকীককৃত] – ৫৮৬, জুমু’আর নামায অধ্যায়)
#(মহিলারাও বাড়ীতে ফজর সলাত আদায় করে যদি মুসল্লায় বসেই দোয়া জিকির পাঠ করে এবং সূর্য উঠে গেলে ২ রাকাত ইসরাকের সলাত আদায় করে তাহলে তারাও এই সওয়াব পাবে বলে শাইখ বিন বাজ রঃ-এর ফতওয়া রয়েছে সুতরাং চাইলেই এই বিশাল সওয়াব প্রতিদিন ই অর্জন করা সম্ভব)

#বি দ্রঃ ফরজ ইবাদতগুলো করার পাশাপাশি শির্ক, বিদআত ও হারাম ভক্ষণ থেকে দূরে থেকে(কেননা এই ৩পাপে লিপ্ত থাকলে কোন ইবাদতই কবুল করা হয়না) যে কেও এই অতি সহজ আমলগুলো করবে সে সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে ইন শা আল্লাহ। কিয়ামতের দিন পাপ পুণ্য মিজানের পাল্লায় মাপা হবে, পুণ্যের পাল্লা ভারি হলেই কেবল জান্নাত পাওয়া যাবে তাই আমলগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে পুণ্যের পাল্লা ভারি করাই বুদ্ধিমানের কাজ হবে, আল্লাহ তাওফিক দিন।

গুরুত্বপূর্ণ আরও কিছু পোস্ট পড়ুন

১- কবরের আজাব থেকে মুক্তির উপায়-
https://web.facebook.com/photo.php?fbid=791360077578925&set=pb.100001148198549.-2207520000.1493546103.&type=3&theater

২- জাহান্নাম থেকে মুক্তির ১৫টি উপায়-
https://web.facebook.com/photo.php?fbid=803220116392921&set=pb.100001148198549.-2207520000.1493546102.&type=3&theater

৩- আরশের ছায়া এবং রাসুল (সাঃ)-এর শাফায়াত পাওয়ার উপায়-
https://web.facebook.com/photo.php?fbid=873587252689540&set=pb.100001148198549.-2207520000.1493546086.&type=3&theater

৪- শহীদের মর্যাদা পাওয়ার উপায়-
https://web.facebook.com/photo.php?fbid=821638894551043&set=pb.100001148198549.-2207520000.1493546098.&type=3&theater

৫- যারা জান্নাতে রাসুল (সাঃ)-এর সাথে থাকবে-
https://www.facebook.com/Islamic.Question.A.Answer/photos/a.1362893427073418.1073741828.1358810834148344/1897943720235050/?type=3&theater

৬- যাদের জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হবে
https://www.facebook.com/Islamic.Question.A.Answer/photos/a.1362893427073418.1073741828.1358810834148344/1903996246296464/?type=3&theater

৭- যে দোয়া ১বার পাঠ করলে রাত দিন ২৪ ঘণ্টা অনবরত জিকিরের চেয়েও বেশি সওয়াব পাবেন-
https://www.facebook.com/photo.php?fbid=1425644177483842&set=a.321215547926716.71697.100001148198549&type=3&permPage=1

৮- আপনার আমলনামাকে সমৃদ্ধ করে দিবে যেই সহজ ১ টা আমল
https://www.facebook.com/photo.php?fbid=1343358829045711&set=pb.100001148198549.-2207520000.1523508684.&type=3&theater

৯- যে পাপগুলো থেকে বিরত না থাকলে জান্নাত যাওয়া অসম্ভব-
https://web.facebook.com/photo.php?fbid=796937037021229&set=pb.100001148198549.-2207520000.1493546102.&type=3&theater

১০- জরুরী কিছু বইয়ের পি ডি এফ লিঙ্ক-
https://web.facebook.com/tawhidmedia/photos/a.1800678773491110.1073741827.1798919440333710/2015477418677910/?type=3&theater

১১- কুরআন এবং সহিহ হাদিসের নির্ভরযোগ্য বিশয় ভিত্তিক ২০০+ বইয়ের লিস্ট 
https://www.facebook.com/photo.php?fbid=1561202473928011&set=pb.100001148198549.-2207520000.1523508681.&type=3&theater

গুরুত্বপূর্ণ পোস্টটা শেয়ার করে রাখতে পারেন যেন তথ্যগুলো হারিয়ে না যায়-