ট্রান্সফরমার পর্বঃ০৩
এ পর্বে আপনাদের নাম সম্পর্কে জানানো হবে। পরবর্তীতে Coil HT+LT Turns , Conductor Area , Dia HT Wire , HT+LT Current , Gross Core Area, Core coil Assembly , Rediator , Hiting section অর্থাৎ ট্রান্সফরমার এর আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার ।
*** বিঃ দঃ প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন থাকবে আপনাদের জন্য… আপনাদের উপস্থিতি জানার জন্য।***
পর্বঃ০৩
আগের পর্বের পশ্ন+ উত্তরঃ
**প্রশ্নঃ ট্যাঙ্ক এর মরিচা দূর করার জন্য কি ব্যবহার করা হয় + কত মিনিট রাখা হয় ওই দ্রবনে?
উত্তরঃ De- Rusting : ট্যাংক এর গায়ে যে মরিচা থাকে তা দূর করার জন্য De- Rusting ব্যবহার করা হয় । এই ধাপে ট্যাংক কে Rastokik ps দ্রবনে (10:2)লিঃ ৬০ মিনিট ডুবিয়ে রাখা হয় ।
** Degresing : ট্যাংক এর সাথে যে ময়লা থাকে তা পরিস্কার করার জন্য Fosclean nf দ্রবনে ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখতে হয় ।
**Power Coading: Passivating করার পর ট্যাংক কে ২০০ ডিগ্রি তাপমাত্রায় শুকিয়ে এর গায়ে Power Coading করা হয় । Passivating (এটা আগের পর্বে দেয়া আছে)
***ট্রান্সফরমারের কোর সাধারণত সিলিকন স্টিল নামক এক ধরনের স্টিল দিয়ে তৈরি।
***ট্রান্সফরমার স্টেপ আপ অথবা স্টেপ ডাউন বুঝার উপায় কি?
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের তুলনায় সেকেন্ডারি সাইডে যদি প্যাচ সংখ্যা বেশি থাকে তাহলে সেই ট্রান্সফরমার হলো স্টেপ আপ ট্রান্সফরমার।
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের তুলনায় সেকেন্ডারি সাইডে যদি প্যাচ সংখ্যা কম থাকে তাহলে সেই ট্রান্সফরমার হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার।
**ট্রান্সফরমারের লস-সমূহ
০১. আইরন বা কোর লস
০২. কপার বা রেজিস্ট্যান্স লস
০৩. স্ট্রে লস
০৪. ডাই ইলেক্ট্রিক লস
আইরন বা কপার লস আবার দুই প্রকার
এডি কারেন্ট লস
হিসটেরেসিস লস
***Section of Transformar :****
01. Core settng section.
02. core cutting ..
03. Core Assembling.
04. LT Coil Section.
05. HT Coil Section
06. Core+ Coil Assembling section
07. Taping section
08. Tank Fabrication section
09. Radiator section
10. lather
11. Panel Fabrication section
12. tank up section
13. Testing section
14. Power Coating section
***প্রস্নঃ ট্রান্সফর্মারে কর্মদক্ষতা কেন বেশি হয়ে থাকে?***********************************************************************
বিঃ দঃ ট্রান্সফরমার এর গুরুত্বপূর্ণ ধাপ নেক্সট পর্বে ...
. ধন্যবাদ ।
চলবে…………………………………………………………
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন