ক্যাবল নিয়ে যাদের এখনও সমস্যা তাদের জন্য বিস্তারিত আলোচনা । আশা করি এর পর থেকে ক্যাবল নিয়ে আপনাদের আর কোন সমস্যা থাকবে না ।
এর জন্য তিনটি দিক দেখতে হবে।
01. Total Load
02. Temperature
03. Voltage Drop
**সাধারনত আমরা প্রথম দিকটা বেশি দেখি। কারন তাপমাত্রা , Voltage Drop ক্ষেত্র বিশেষ প্রয়োগ করে থাকি ।
যাই হোক আমি সব গুলো নিয়ে আলোচনা করব।**
প্রথমে সম্পূর্ণ লোড হিসেব করতে হবে এবং ২০% এক্সট্রা অ্যাড করতে হবে ।
যেমনঃ ধরুন লোড আছে , ৫০০০+২০%=৬০০০w
we know, P=VICOS@
IL = p/VIcos@=6000/220x0.85 = 32.085A
{এখানে ০.৮৫ হল পাওয়ার ফ্যাক্টর , ২০০ ভোল্ট , ৬০০০W}
এখন কেব্ল রেটিং দেখে অ্যাম্পিয়ার অনুযায়ী কেব্ল নির্বাচন করুন ।
মনে করুন , 4mm^ = 26A কারেন্ট নিবে
6mm^ = 36A “
10mm^ = 46A “
আমাদের লোড অ্যাম্পিয়ার ছিল ৩২.০৮৫ A . তাহলে এর জন্য 6mm^ কেব্ল লাগবে । এটা হল লোড হিসেব করে ।
****Temperature Calculation****
আপনি যে স্থানে কেব্ল সেট করবেন সেখানের তাপমাত্রা কত আছে তা প্রথমে যাচাই করুন ।
তারপর কেব্ল চার্ট থেকে Temperature factor দেখুন ।
25°C--30°C--35°C—40°C—45°C—50°C—55°C
1.04 —1.00— 0.91—0.82—0.71—0.58—0.41
ফ্যাক্টর এর সাথে লোড অ্যাম্পিয়ার গুন করতে হবে । ধরুন যেখানে কেব্ল সেট করবেন সেখানের তাপমাত্রা 45°C । 6mm^ এর অ্যাম্পিয়ার ছিল 36A । এর সাথে ফ্যাক্টর গুন করতে হবে ।
Example : 36X0.71=25.56A
আমরা যদি 45°C তাপমাত্রায় কোন কেব্ল সেট করি তাহলে 6mm^ এর কারেন্ট বহন ক্ষমতা হবে ২৫.৫৬ A .
যেখানে সাভাবিক ছিল ৩৬ অ্যাম্পিয়ার ।
এখন ৩২.০৮৫ A এর জন্য 10mm^ দরকার ।
অ্যাম্পিয়ার অনুযায়ী কেব্ল সেট করুন ।
****Voltage Drop*****
স্ট্যান্ডার্ড Voltage Drop 2.5%
যে কেব্ল এর Voltage Drop নির্ণয় করবেন সেটির চার্ট দেখুন।
10mm^ Voltage Drop 4.4
Formula: 4.4mv/A/m
=4.4X10-3 x 32.085 x30 = 4.235v
{ A হল লোড অ্যাম্পিয়ার, m= দৈর্ঘ্য }
এখন ২২০ এর Voltage Drop ২.৫% হবে ৫.৫V
তাহলে ১০mm^ এর Voltage Drop 4.235v
যেখানে আমরা ৫.৫V accept করতে পারি । এখন দেখা গেল ৩০ মিটার Length এর জন্য ১০mm^ Perfect
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন