আমরা অনকেই IEB সম্পর্কে বিস্তারিত
জানি না,তাই তাদের জন্য আবার
লেখা!
IEB হলো বাংলাদেশে ইঞ্জিয়ারদের
অভিভাবক সংস্থা। IEB এর ডিভিশনাল
কমিটি মোট ৭ টি
১। Civil Engineering
২। Electrical Engineering
৩। Mechanical Engineering
৪। Agricultural Engineering
৫। Chemical Engineering
৬। Computer Engineering
৭। Textile Engineering
✎ শুধুমাত্র IEB recognised গ্র্যাজুয়েটরাই
নিজেদের নামের শুরুতে ইঞ্জিনিয়ার
লিখতে পারবে। IEB accredited
ভার্সিটিতে পড়াশোনার সময় ছাত্র-
ছাত্রীরা স্টুডেন্ট ক্যাটাগরিতে IEB র
মেম্বার হতে পারবে এবং IEB কতৃক
প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করতে
পারবে।
✎ IEB recognised international
ইউনিভার্সিটিগুলোর ইকোভ্যালেন্ট
সাবজেক্টে পড়াশোনা করে IEB র
মেম্বার হওয়া সম্ভব।
✎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃত
শিক্ষার্থীরা AMIE পরীক্ষায় অংশগ্রহন
করে AMIE ইঞ্জিনিয়ার হতে পারবে
সুযোগসুবিধা সমূহঃ
১। ইঞ্জিনিয়ার হিসেবে স্কিল
ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল
মাইগ্রেশন করা যাবে
২। কোন কোন সার্কুলারে সরাসরি
ইঞ্জিনিয়ার চাওয়া হয়
৩। IEB কতৃক আয়োজিত বিভিন্ন
সেমিনার, ট্রেইনিং সেশনে
যোগদান করে স্কিল ইমপ্রুভ করার সুযোগ
৪। কোন প্ল্যান(সিভিল
ইঞ্জিনিয়ারিং) রাজউক কতৃক অনুমোদন
করানোর জন্য ইঞ্জিনিয়ারিং
লিস্টেড হওয়া অত্যাবশ্যকীয়।
IEB approved পাবলিক ভার্সিটি এবং
ইন্সটিটিউশন সমূহ
১। BUET সকল ডিপার্টমেন্ট
২। KUET সকল ডিপার্টমেন্ট
৩। RUET সকল ডিপার্টমেন্ট
৪। CUET সকল ডিপার্টমেন্ট
৫। DUET সকল ডিপার্টমেন্ট
৬। BUTEX সকল ডিপার্টমেন্ট
৭। SUST(IPE, CEP, CIVIL)
৮। MIST(CSE, EEE, ME, Civil)
৯।BAU(Agriculture Engineering)
IEB accredited অন্যান্য ভার্সিটিসমূহ
১। IUT সকল ডিপার্টমেন্ট
২। AUST সকল ডিপার্টমেন্ট
৩। AIUB(CSE, EEE, ECE)
৪। BRAC(CSE, ECE, EEE)
৫। UIU(EEE, CSE)
৬। UAP(CSE, EEE, CIVIL)
৭। Daffodil(CSE, ETE, EEE)
৮। EWU(CSE, EEE)
৯। IIUC(CSE, CCE)
১০। Stamford University(CSE, CIVIL, EEE)
১১। NSU (ETE,EEE, CSE)
12. Independent (ETE EEE)
13. Estern University (EEE)
এই ব্লগটি সন্ধান করুন
অবদানকারী
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
ieb
by
5 minute school bd
on
৫:৩৪ PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন