মোটর নেমপ্লেটের টুকিটাকি (পর্ব-০৪)
.
#ডিজাইন লেটারঃ
মোটরের নেমপ্লেটে এটা এভাবে লেখা থাকে,” Design: B” অথবা “NEMA Design : A”. যেভাবেই লেখা থাকুক না কেন এর অর্থ হচ্ছে এটা মোটরের ডিজাইন লেটার বা ডিজাইন কোড। এর বিষয়ে বলার আগে এটা বলা প্রয়োজনীয় যে ইন্ডাক্সন মোটর কিন্তু শুধু এক ধরনের লোড পরিচালনা করে না। কখনো এই মোটর কোনও জায়গায় বাতাস দিচ্ছে সেটা হচ্ছে একটা কেন্দ্রবিমুখী লোড বা ইংরেজিতে যাকে বলে সেন্ট্রিফিউগাল লোড। আবার কখনো এই মোটর ক্রেনে ব্যাবহার হচ্ছে। আবার কখনো ব্যাবহার হচ্ছে কনভেয়ার বেল্ট টানার জন্য। এই বিভিন্ন ধরনের লোডের কিন্তু টর্কের চাহিদা একরকম নয়। এই একেক ধরনের লোডের starting torque কিন্তু ভিন্ন রকম।
মোটরের ডিজাইন লেটার এটাই নির্দেশ করে যে কোনও মোটরের starting torque কেমন। এর উপর ভিত্তি করে ইন্ডাক্সন মোটরকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এদেরকে A,B,C,D এই ৪ গ্রেডে ভাগ করা হয়েছে(এদের মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে ডিজাইন B মোটর)।স্পীডের সাথে এদের টর্কের সম্পর্ককে নিম্নে দেয়া চার্টের মাধ্যমে উল্লেখ করা হল।
স্পীড আর টর্কের সম্পর্ক বিভিন্ন ডিজাইনের মোটরে।
এখানে একটা বিষয় বলা প্রয়োজন। এমন হতেই পারে যে আমরা একটা জায়গায় ব্যাবহার হচ্ছে এমন একটা মোটরকে সরিয়ে একি রেটিং এর অন্য একটা মোটর বসালাম যাদের এই ডিজাইন কোডটা আলাদা । সেই ক্ষেত্রে মোটরটা চালানোর সময় কিন্তু নানারকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই চাই একটু সতর্কতা।
.
#সার্ভিস ফ্যাক্টরঃ মোটরের নেমপ্লেটে সার্ভিস ফ্যাক্টর দেয়া থাকে একটা গুনিতক হিসাবে। এটা এভাবে লেখা থাকে, SF-1.15 যার অর্থ হচ্ছে মোটরটা তার নেমপ্লেট কিলোওয়াটের ১৫% অধিক আউটপুট দিতে পারবে অল্প সময়ের জন্য যদি ঐ সময় মোটরটার ভোল্টেজ তার টলারেন্স মানের ভেতর থাকে।
মোটরকে মাঝে মাঝে অল্প সময়ের জন্য অধিক লোড নিতে হয় যা কিন্তু স্থায়ী হয় না। এই বিষয়টা বিবেচনায় নিয়ে মোটরকে এভাবে ডিজাইন করা হয়। তবে কোনও মোটরকে কখনই তার সার্ভিস ফ্যাক্টরের মানে দীর্ঘ সময় চালানো ঠিক নয় কারন এতে মোটরের টর্ক, তাপমাত্রা, দক্ষতা প্রভাবিত হয়। প্রকৃতপক্ষে সার্ভিস ফ্যাক্টর এর মান ১ এর উপর দেয়া হয় অন্য কিছু বিষয় মাথায় রেখে আর সেগুলো হচ্ছে পারিপার্শ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠ থেকে মোটরের উচ্চতা, উচ্চ অথবা নিম্ন লাইন ভোল্টেজ অথবা ভারসাম্যবিহীন লাইন ভোল্টেজ যাকে ইংরেজিতে বলে Imbalance line voltage. এগুলো মোটরের রেটেড আউটপুটকে প্রভাবিত করে। এই প্রভাবকে দূর করার জন্যই সার্ভিস ফ্যাক্টর এর মান ১ এর উপর দেয়া হয়।
সাধারণত, Open drip proof মোটরের সার্ভিস ফ্যাক্টরের মান থাকে
1.15 এবং Totally enclosed fan cooled মোটরের সার্ভিস ফ্যাক্টর থাকে
1.0. আর যদি কোনও মোটরের গায়ে সার্ভিস ফ্যাক্টরের মান লেখা না থাকে তবে বুঝতে হবে ঐ মোটরের সার্ভিস ফ্যাক্টর 1.0 .
আজ এই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন