Curriculum Vitae(CV)
নতুন এবং অভিজ্ঞ উভয়ের ক্ষেত্রেই CV-র ভূমিকা অনেক। কেননা, চাকুরি দাতা আপনাকে প্রাথমিক বাছাই করবেন এই CV দেখেই। তারা কারো CV দেখে বোঝার চেষ্টা করে সে কতটুকু সাজানো গোছানো মানুষ, তাকে দিয়ে কোম্পানির নির্ধারিত কাজ গুলো সুষ্ঠুভাবে করানো সম্ভব হবে কিনা। সো বুঝতেই পারছেন CV-র গুরুত্ব কতটুকু।
নবীনদের অনেকেই প্রায়ই বলে থাকেন আমাকে কোথাও ডাকছে না। তাদেরকে বলব আপনি আপনার CV-টা ঠিক করুন। নিশ্চত আপনার CV-তে কোন না কোন ঘাটতি রয়ে গেছে। অনেকে আমার সাথে একমত না হয়ে বলবেন- আসলে আমাদের CV-টা বেশি পাতার হয় না , এক দুই পাতা হয়। আসলে একটি ছোট দোকানেও ক্রেতার ভীর দেখা যায় শুধুমাত্র তার Presentation এর কারনে। হ্যাঁ Presentation আর এই উপস্থাপনের ছাপ পাওয়া যাবে তার গোছানো দোকানে তার কথা বলায়। সুতরাং আপনার ছোট CV-টাকেও সুন্দর ভাবে Presentation করুন।
নবীনদের ক্ষেত্রে প্রায়ই তারা CV-র সাথে ছবি Attach করতে ভূলে যায়। আর ছবি ছাড়া CV কিছু বাতিল কাগজ ছাড়া আর কিছুই না। এধরনের ভুল অভিজ্ঞদের ক্ষেত্রে হয় না বললেই চলে। এ ভুলটি করাই যাবে না এটা মাথায় রাখতে হবে।
দ্বিতীয় ভুলটি নতুন-পুরাতন অনেকেই করে থাকেন। আর সেটা হচ্ছে-বেশি কচলিয়ে তেতো করা। মানে অনেক বেশি ভাল লিখতে যেয়ে মনের মাধুরী মিশিয়ে এমন কিছু English Sentence লিখে যেটার বাংলায় কোন অর্থ হবে কিনা সেটা ভেবেও দেখে না। আমার লাইফে এমন অনেক Engineer এর CV দেখেছি তারা Career Objective কি লিখে আমার বোধগম্য হয়নি। অনেক ক্ষেত্রে তাই Candidate দেরই জিজ্ঞেস করি কি লিখেছেন একটু তর্জমা করে বলেন। কেন এমন হয় জানেন? হ্যাঁ ঠিকই ধরেছেন নিজের বক্তব্য নিজের মত করে না দিয়ে কয়েক জায়গা থেকে কপি করে এমন Standard করে যে এর অর্থ কি যে হয় সে নিজেও বলতে পারে না। তাই এই Career Objective বিষয়টি নিজের মত করে, নিজের position অনুযায়ী সরল সহজ ভাবে লিখতে হবে যেন HR Department অথবা চাকুরি দাতা বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছিলেন।
প্রারম্ভিক ভুল গুলো শুনে যাদের মনে হয়েছে কথা গুলো তাদের জীবনের সাথে মিলছে না, নিচের লেখাটুকু তাদের জন্য নয়।
আমি এখন CV-র দুটি ফরম্যাল ফরম নিয়ে অল্প কিছু লিখব।
ফরম্যাট#01
● CV-র উপরে (1 Inch পরিমান জায়গায় খালি রেখে দিয়ে) মাঝ বরাবর লিখুন-
আপনার নাম
ঠিকানা
মোবাইল নম্বর ( 01 হলে ভাল হয় ম্যাক্সিমাম 02 টা দেবেন।)
● Passport size ছবিটা লাগাবেন CV-র উপরের ডান কোনায়।
● Carrer Objective: মনে রাখবেন সব সময় সব position(post) এর জন্য একই career objective প্রযোজ্য নয়। তাই কাজের ধরন এবং Position অনুযায়ী স্বল্প কথায় Career objective টি লিখে ফেলুন।
● Personal Information: এরপর দিবেন আপনার Personal Information(নবীন দের জন্য এই Format টাই Best). এখানে থাকবে-
আপনার নাম
পিতার নাম
মায়ের নাম
বর্তমান ঠিকানা
স্থায়ী ঠিকানা
মেইল ঠিকানা(চিঠি পাঠানোর ঠিকানা)
জাতীয়তা
জাতীয় পরিচয়পত্রের নম্বর
ধর্ম
ওজন
রক্তের গ্রুপ
● Employment History: যারা ফ্রেশ তারা এখানে তাদের ট্রেনিং সম্পর্কে লিখবেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত কিছুই লিখবেন না। কেননা যদি এই অতিরিক্ত কিছু (মানে যেটা আপনি কম বুঝেন/পারেন অথবা পারেন না) দেখে আপনাকে ইন্টারভিউ দিতে ডাকা হয় তবে ঐ না জানা যায়গা থেকে অবশ্যই প্রশ্ন করবে আর যেটার উত্তর না দিতে পেরে চিকরিটাতো হারাবেনই সাথে সাথে অপমানিত বোধ করবেন ফ্রি ফ্রি। আর একটা বিষয় নবীনদের অনেকেই PLC পারেন এই পারেন সেই পারেন এগুলো চাকরি দাতাদের requirement না থাকলে লিখবেন না। কারণ, নতুন হিসেবে আপনি এগুলো পারলেও আপনাকে দিয়ে করাবে না। বরং এগুলো থেকে প্রশ্ন করলে পারবেন না। কেননা কম্পিউটারে বসে Program করা আর practically মেশিনের সামনে দাঁড়িয়ে modification work করা এক কথা নয়।
আর অভিজ্ঞরা অবশ্যই তাদের শেষের অভিজ্ঞতা শুরুতে লিখবেন।
এভাবে সবার প্রথম চাকরি সবার শেষে লিখবেন। আর একটি কথা কেউ এক বছরে একাধিক চাকরি পরিবর্তন অথবা দুবছরে দুই বা ততোধি জব পরিবর্তন করলে তা গোপন রাখুন। নতুবা অবশ্যই আপনাকে অতিরিক্ত একটি প্রশ্নের সম্মুক্ষীন হতে হবে। আপনি এত ঘন ঘন জব চেঞ্জ করেন কেন। এর উত্তর যত positive করেই দেন না কেন, নেগেটিভ হয়ে যাবেন আপনি।
● Professional Experience: এখানে আপনার Professional Experience গুলো লিখতে পারেন। তবে অতিরিক্ত কিছুই লিখবেন না। কি কি মেশিনে কাজ করেছেন খুব ডিটেইল লিখবেন না। কারন এই বিষয়ে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে চাকুরি দাতা আর আপনি উত্তরও দিতে পারবেন তারমানে পজেটিভ মার্ক পেলেন। কিন্তু CV তে যদি এই সম্পর্কে ব্যাপক তথ্য আগেই দিয়ে দেন তবে এই পারা প্রশ্নটি থেকে বঞ্চিত হবেন।
● Specialization Area: যে বিষয়টা সবচেয়ে ভাল পারেন সে বিষয়টা এখানে লিখুন। তবে নাচ, গান, কবিতা ইত্যাদি দেবেন না দয়া করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন