পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

টিউবলাইট part(2)

tubelite

Part -2

দোকান দেওয়ার পরে আমার বেশ ভালো আয় হচ্ছিলো।
কিন্তু আমি ছিলাম ক্ষুদিত তাই নতুন কিছু করার জন্য চেষ্টা করে যেতাম।
বাংলালিংক এর বি টি এস এর কাজ করার সময় আমাকে চরম পরিশ্রম করতে হয়েছে। আমি কোন কাজ কে না বলতাম না। যখন যা অর্ডার করতো তাই করতাম।
এরিকসন ইঞ্জিনিয়ারদের কাজ ছিল, automatic voltage stabilizer, surge arrestor, isolation transformer, generator স্থাপন করে প্রতি টি base-station  সূরক্ষিত রাখা। এখানে কাজ করে বুজতে পারলাম আমরা আধুনিক টেকনোলজি থেকে কতো টা পিছিয়ে আছি। এই সময় আমরা তিন টা BTS এর কাজ শেষ করি। বাংলালিংক এর প্রতি টি base-station ১০ থেকে ১২ তলা উপরের ছাঁদে বসানো। এখানে কাজ করার সবচেয়ে বড় সমস্যা আরথিং করা কারন আরথিং তার ছাদ থেকে বোলডিং করে করে নিচে নিয়ে যেতে হতো। কোমরে সেফটি বেল্ট হাতে ড্রিল মেশিন নিয়ে এই কাজ আমাকেই করতে হতো।
সারাদিন গাধার পরিশ্রম করে সন্ধায় দোকানে এসে সারাদিনের জমা হওয়া সার্ভিসিং এর কাজ গুলো শেষ করতাম ।
যখন ইন্ডিয়ানদের সাথে কাজ করতাম তখন তাদের বেশির ভাগ সময় আরাম করতে দিতাম নয়তো বলতাম তোমরা ঘুরে আসো আমি কাজ করে দিচ্ছি। ওরা ও অনেক খুশি হতো আর এই সূযোগে আমার ও অভিজ্ঞতা বেশি হতো।
তিন মাস কাজ করার পরে আমাকে জানানো হোল তাদের কাজ শেষ তারা দেশে ফেরত যাচ্ছে।
তারা আমার ঠিকানা আর ফোন নং নিলো আর আমাকে পরের দিন আফিসে এসে একটি সার্টিফিকেট নিয়ে যেতে বললো।
পরের দিন মহাখালির অফিসে যথা সময়ে উপস্তিত হলাম আর এরিকসনের প্রজেক্ট ম্যানেজার সাথে দেখা করলাম। ইন্ডিয়ানরা ওখানে আমার পরিশ্রমের উপহার স্বরূপ একটি প্রশাংসা পত্র উপহার দিল। প্রজেক্ট ম্যানেজার আমার সাথে এমনভাবে কথা বললেন যেন আমি তাঁর অনেকদিনের পরিচিত। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আমার মন এমনিতে তখন অনেক খারাপ।
বাসায় এসে দুলাভাই কে সব বললাম, উনি বললেন তোমার কাজ পছন্দ হয়েছে বলেই তারা তোমাকে প্রশাংসা পত্র দিয়েছে অপেক্ষা করো কিছুদিনের মধ্যেই তোমাকে আবার ডাকবে

(এই লেখা টি সেই সব নবিন ভাইদের জন্য যারা সারাদিন ফেসবুকে চাকরি চাই/চাকরি নাই নাই করেন। এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলার চেষ্টা করেছি মাত্র। অনেকে অনেক প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর আমার লেখাতে পাবেন। যারা টেবিল চেয়ারে বসে নিজেকে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাবেন এই লেখা তাদের জন্য নয়)

কোন মন্তব্য নেই: