পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

ইন্ডাকশন মটর

5 HP এর উপরের মটরগুলো এবং যে সকল মোটরগুলো প্রথমে লোড আবস্থায় থাকে, সেখানে সাধারণত স্টার- ডেলটা স্টাটার ব্যবহার করা হয়ে থাকে।

ইন্ডাকশন মোটর সাধারণত স্টারটিং এর সময় ৫ থেকে ৭ গুন কারেন্ট বেশি নেয়। যদি মোটর সরাসরি সাপ্লাই লাইনের সাথে সংযোগ করা হয় তাহলে উচ্চ কারেন্ট প্রবাহিত হয়ে মোটর পুরে যেতে পারে।

স্টাটিং কারেন্ট কমাবার জন্য এ ধরনের স্টাটার ব্যবহার করা হয়।

স্টার পজিশনে প্রত্যেক ফেজের ভোল্টেজ = লাইন ভোল্টেজ/ ১.৭৩২ হয়।সুতরাং ভোল্টেজ ৫৮% হয়, ফলে কারেন্টও ৫৮% কমে যায়। মোটররে ওয়াইনডিং এর ৬ টা টারমিনালেই কানেকশন দিতে হয়।

১। স্টার পজিশন ও

২। ডেলটা পজিশন।

কোন মন্তব্য নেই: