পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

Power Factor Improvement

POWER FACTOR Improvement.

নবীনদের জন্য পোষ্ট  করা।

এখানে আমি একটি ডেমো sub station দেখিয়েছি। আপনাদের বুজাবার জন্য আর বেশী কিছু নয়।

এখানে আমি Power factor নিয়ে আলোচনা করবো এবং সাথে আপনাদের সহযোগীতা চাই।

আসলে আমাদের দেশে যে  Transmission system এতে করে Industry  তে power আসতে আসতে current & voltage  এর মাএা অসম গতিতে চলে । আর ঐ current & voltage কে একট নির্দিষ্ট সিমায় রেখে লোড এ পেরন করার নামই  power factor improvement বলে।

বিভিন্ন ভাবে power factor improvement  করা যায়। আমরা এখানে  পৃথিবীর সব চাইতে জনপ্রিয় system টা অর্থাৎ Capacitor bank নিয়ে আলোচনা করবো ইন শাহ আল্লাহ।

দরুন আপনার প্রতিষ্ঠান 500KVA Sub station আছে।

500kva*0.8 = 400kw
   
                     =400*1000/1.73*400*0.8

                     =723 A(ঐ প্রতিষ্ঠানের সর্বোচ লোড)

PFI calculation

                      =500kva*60/100 (60% in sub station)

                      =300kvar

                      =300KVAR 

এই হিসাব টা সুধু DPDC & Chittagong এর জম্য। কারন এখানে অনান্য জেলা থেকে power ভালো পাওয়া যায়।

কিন্তু othars district এ ৬৪-৬৮  দরে করবেন,  ফল ভালো পাবেন।

                     

            Stez/Step সাজানোঃ-

               2.5 kvar
               5 kvar
               7.5 kvar
               10 kvar
               12.5 kvar
               15 +2.5 kvar ( 5 kvar fixed)
                20 kvar  
                25 +15 kvar
                25 + 25 kvar
                25*3 kvar     

এখানে 245 kvar দেয়া হয়েছে,  পরের টা আপনারা মিলাবেন। 

step কিভাবে সাজাবেন সেটা আপমার ইচ্ছা,  তবে একটু লজিক খাটাতে হবে।

এখানে আমরা ১০ টি step  এ pfi সাজালাম

এখন আমরা PFI  এর মডিউল এ Connection দিবো।

এভার দেখেন মডিউল এর ১নং  wire ১ নং MC  এর A1 এ সংযোগ হয়েছে এবং A2 neutral এ লাগবে।

               
তার পর যখন ১নং  কন্টাক্ট on হবে তখম ১নং indicator জলে উঠবে তারপর বুজবেন আপনার PFI কাজ করতেছে।

এভাবেই ১ থেকে ১০ পর্যন্ত step এ সংযোগ দিবেন।

এখম আসা যাক CT তে, CT এর  সংযোগ হবে x-former এর secondary সাইটের এর  Red wire এ CT লাগিয়ে s1 এবং s2 module এ লাগিয়ে দিলেই ok.

আর একটি  কখা বলা হয় নাই,  মডিউল এ কিন্তু RYB সংযোগ দিতে হবে। সাখে মডিউলে ফিউজ ব্যবহার করবেন মডিউল সেফ থাকার জন্য এবং indicator light change করার জন্য।

এখন HT meter এর সাথে PFI Mmodule এর মান মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা আপনার PFI.

সামনের পোষ্ট  এ থাকবে problem ও প্রতিকার।

চলবে,,,,,,,,,,,

Engr Md. Rafikul Islam
Electrical Engineer (Maintenance)
Letter n colour ltd
Dhaka.

কোন মন্তব্য নেই: