PFC মানে Power Factor Correction ,,,,,,
অর্থাৎ power factor improve করা। প্রক্রিত পক্ষে আমরা যে PFI 0. 8 ধরি তা বইয়ের ভাষা। practically industrial PFI এর মান হল 0.94- 0.97 এর মাঝে রাখা প্রয়োজন, ১ হলে আরও ভালো।
আপনি দেখলেন pfi এর panel এ unity power factor দেখাচ্ছে আপনি ত মহা খুশি কিন্তু মাস শেষে দেখলেন আপনার বিল 4০০০০/- বেশী তখন মাথায় হাত! মালিক এসে বলবে পচা ইঞ্জিনিয়ার কে বিদাই করো ! কেন বিল বেশী আসলো।
এটা ইঞ্জিনিয়ার এর দোষ। কারন আপনার HT meter এর রিডিং আর pfi ঠিক নয় তাই এই বিল।
এখন মুল আলোচনায় আসা যাকঃ-
power factor correction :-
অনুমোদিত power factor ও গড় power factor এর অনুপাত কে power factor correction বলে।
সুতারাং power factor correction= অনুমোদিত power factor/ গড় power factor
ধরা যাক, একটি industri তে অনুমোদিত power factor এর মান 0.96 কিন্তু আপনার কম্পানিতে গড় power factor হল 0.81 যা 0.96. এর চেয়ে কম।
অর্থাৎ power factor correction = allowable power factor/ average power factor
=0. 96/0.81
= 1.18
PFC এর মান 1 এর চেয়ে বেশী হলে অতিরিক্ত বিল দিতে হয়।
এবার দরেন আপনার কোম্পানিরর প্রতিদিন খরচ হয় 3000 kwh.
সুতারাং বিলিং ইউনিট = প্রতিদিনের ইউনিট * power factor correction
= 3000*1.18
=3555 kwh.
সুতারাং pfc এর কারনে অতিরিক্ত বিলিং ইউনিট
= ( 3555-3000 )
=555 kwh
তা হলে প্রতিদিন আপনাকে ৫৫৫ ইউনিট অতিরিক্ত বিল দিতে হবে।
এই হলো power factor correction.
Engr Rafikul Islam
Electrical Engineer
Utility operation and maintenance Department
Letter n colour ltd
Khilgong Dhaka
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন